টার্গেট ডিসেম্বর সিজন-৫|| ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • পাওয়ার বৃদ্ধি
  • ১২ জানুয়ারি ,২০২৫
  • রবিবার

1000007029.png


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।


আমি আবার টার্গেট ডিসেম্বর এর সিজন -৫ এর যাত্রা শুরু করলাম। ধন্যবাদ জানাতে চাই rex-sumon ভাইকে সে আবারও এই প্রতিযোগিতার আয়োজন করেছে। পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। আর স্টিম প্লাটফর্মে নিজের সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। টার্গেট ডিসেম্বর সিজন -৫ এর সর্বমোট টার্গেট আমার ২০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা।



  • পাওয়ার বৃদ্ধি করার আগে আমার ওয়ালেটে মোট স্টিম ছিল ৯৬১.২৫১।

1000007033.png


  • আমার ওয়ালেটে ৭৪ স্টীম ছিল। সেটা থেকে ৫০ স্টীম পাওয়ার আপ করেছি।

1000007032.png

1000007031.png


  • পাওয়ার আপের পর মোট স্টীম-পাওয়ার হয়েছে ১০১১.২৫১।

1000007030.png

আমার টার্গেট ২০০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করা।

পাওয়ার বৃদ্ধি মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। আমারা নিজে পাওয়ার বৃদ্ধি করবো অন্যকে বৃদ্ধি করতে উৎসাহিত করবো।

ধন্যবাদ


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

break.png

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 months ago 

আসলেই ভাই নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ এর কোনো বিকল্প নেই। আপনি ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১,০১১+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি সিজন-৫ এ আপনি ২,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 months ago 

টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ অংশগ্রহণ করেছেন অভিনন্দন আপনাকে ভাই। সেই সাথে আপনার ১ হাজার এসপি হয়ে গেলো। চমৎকার উদ্যোগ নিয়েছে। এভাবেই পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যান।

 2 months ago 

এই সিজনে আপনি ২ হাজার স্টিম পূরণ করার টার্গেট নিয়েছেন জেনে খুশি হলাম। সেই টার্গেট পূরণ করতে আপনি আজ ৫০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে একধাপ এগিয়ে গিয়েছেন। নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপের বিকল্প আর কিছু নেই। আমরা সবাই পাওয়ার আপ ভালোবাসি। নিজের একাউন্ট কে শক্তিশালী করতে আমাদের সবার উচিত অল্প হলেও পাওয়ার আপ করা। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

টার্গেট কে সামনে রেখে টার্গেট ডিসেম্বর সিজন ৫ উপলক্ষে আজ আপনি পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধ। নিয়মিত ভাবে পাওয়ার অপ করলে আপনি এই সিজনে অবশ্যই আপনার টার্গেট পূর্ণ করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 months ago 

বন্ধু তুমি অনেকগুলো স্টিম পাওয়ার আপ করেছ দেখে খুব ভালো লাগছে। এভাবে পাওয়ার আপ করতে থাকলে আশা করি একদিন অনেকগুলো এসপির মালিক হবে। যতবেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

পাওয়ার আপ ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। আপনি ৫০ স্টীম পাওয়ার আপ করার মাধ্যমে এগিয়ে গেলেন। এভাবেই নিয়মিত পাওয়ার আপ করতে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
ধন্যবাদ ভাই পাওয়ার আপ পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 
1000007037.png1000007036.png1000007035.png
 2 months ago 

অনেক বড় একটা এমাউন্ট আপনি পাওয়ার বৃদ্ধি করেছেন। এত সুন্দর একটি পাওয়ার বৃদ্ধিমূলক পোস্ট দেখে ভালো লেগেছে আমার। ৫০ স্টিম বর্তমান সময়ে অনেক বেশি। এভাবে পাওয়ার করতে পারলে তো নিজের জন্য অনেক ভালো হয়।

 2 months ago 

বেশ দারুন তো। আজ তো দেখছি আপনি বেশ বড় একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন। প্রতি সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করলে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আশা করি এমন করেই পাওয়ার আপ করে যাবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 months ago 

মামা তুমি দেখছি অনেক বড় একটি অ্যামাউন্ট পাওয়ার বৃদ্ধি করলেন ।আসলে বছরের শুরুতে এই ধারাবাহিকতা বজায় রাখলে একটি সময় বড় একটি সক্ষমতা অর্জন করা যায়। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেটাই কামনা করি। অনেক অনেক শুভকামনা রইল।