শখের ফটোগ্রাফি পর্ব-৬৫"
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- শখের ফটোগ্রাফি
- ১০,জানুয়ারী ,২০২৪
- শুক্রবার
আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আজকের পর্ব সাজিয়েছি ভিন্ন ভিন্ন প্রকৃতির রূপ।
📸ফটোগ্রাফি📸
- কোন সুন্দর দৃশ্য দেখলে ক্যামেরা বের করে ছবি তোলা আমার অনেক বড় একটি নেশা।এমন একটি মুহূর্ত পেয়েছিলাম সেদিন সকালে। শীতের সকালে ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে হঠাৎ নদীর দিকে চোখ যেতে দেখি একজন জেলে জাল ফেলে মাছ ধরছেন। শীতের সকালে জীবিকা নির্বাহের তাগিদে পানিতে নেমে মাছ ধরার আপ্রাণ চেষ্টা চলছে। তবে দৃশ্যটি উপর থেকে বেশ ভালো লাগছিল। অনেকটা সময় ধরে খেয়াল করলাম তেমন মাছ ধরা পড়েনি তার জালে। নদীতে মাছ ধরতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়।
Device : pixel 7
What's 3 Word Location :
📸ফটোগ্রাফি📸
Device : pixel 7
What's 3 Word Location :
- কুয়াশাচ্ছন্ন শীতের সকালে নৌকা নিয়ে ছুটে চলছে তাদের গন্তব্যর দিকে। চারিদিকে কুয়াশায় ঘেরা তবে কিছুটা কুয়াশা কমে গিয়েছে বটে। এমন দৃশ্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগছিল। শীতের সকালের সূর্যি মামা মাত্র উকি দিচ্ছে সকালে সৌন্দর্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পেয়েই ভালো লাগছিল।
📸ফটোগ্রাফি📸
Device : pixel 7
What's 3 Word Location :
- কুয়াশাচ্ছন্ন সকালের সবকিছুই যেন অন্ধকার হয়ে আছে।শীতের তীব্রতার সাথে চারিপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে মনে হচ্ছিল আমরা কোন শীত প্রধান দেশে চলে এসেছি। অনেক বেশি কুয়াশা দূরদূরান্তের বিল্ডিং গুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না।
📸ফটোগ্রাফি📸
Device : pixel 7
What's 3 Word Location :
- পড়ন্ত বিকেলে সূর্যাস্তটা আমি সবসময়ই অনেক বেশি উপভোগ করি। মুগ্ধ হই সূর্যাস্তের সময়টার সৌন্দর্য দেখে। পড়ন্ত বিকেলে নিরিবিলি একটি জায়গায় বসে বসে অস্ত চলে যাওয়া এবং রক্তিম আকাশ উপভোগ করতে আমার অনেক বেশি ভালো লাগে।
📸ফটোগ্রাফি📸
Device : pixel 7
What's 3 Word Location :
- রাতে সৌন্দর্য চাঁদে রাতের আকাশে চাঁদ থাকলে রাতটা অনেক বেশি মধুময় হয়ে ওঠে।চাঁদনী রাতে প্রিয় মানুষের সাথে বসে বসে অনেক বেশি ভালো লাগে তবে দুঃখের বিষয় হলো সেই প্রিয় মানুষটাই আমার নেই তো ভালো লাগার বিষয়টাও আর বলতে পারছিনা। চাঁদনী রাতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তখন চাঁদের দিকে তাকানো যায় তখন মনে হয় চাঁদটাও আমার সাথে হেঁটে চলছে আমাকে আর একা মনে হয় না।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
ভাইয়া আজ আপনি আমাদের সাথে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন। প্রতিটি ফটোগ্রাফি দারুণ হয়েছে। শীতের কুয়াশা সহ নৌকার ফটোগ্রাফিটি বেশি অসাধারণ লেগেছে। সূর্যাস্ত এবং রাতের চাঁদ এই ফটোগ্রাফি দুটো আমার কাছে অস্থির লেগেছে। বাকি প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া। ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
দিন দিন আমারও যেন ছবি ধারণ করা নেশা হয়ে যাচ্ছে ভাইয়া। আমারও বেশ ভালো লাগে দেখার মত কোন কিছু চোখে বাধলেই তা ক্যামেরাবন্দি করতে। আপনি প্রত্যেকটা চিত্র অনেক সুন্দর ভাবে ক্যামেরায় ধারণ করে নিয়েছেন। প্রথমে লক্ষ্য করে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারলাম সুন্দর সুন্দর ফটোগ্রাফে দক্ষতা।
আজকে দেখতে দেখতে আপনি আমাদের মাঝে আপনার শখের ফটোগ্রাফি পর্ব-৬৫তম পর্ব শেয়ার করলেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সূর্যাস্তের ফটোগ্রাফিটি। আপনি ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি।সব মিলিয়ে দারুন হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার শখের ফটোগ্রাফিক গুলোকে দারুন ছিল। অনেক সুন্দর ভাবে আপনি ভিন্ন ভিন্ন বিষয়ের চিত্র ধারণ করেছেন এবং আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে ভাসমান নৌকা আমার কাছে অনেক ভালো লেগেছে।
আজকে আপনি অসম্ভব দারুন দেখতে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শখের ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গিয়েছে। প্রতিটা ফটোগ্রাফি আপনি অসম্ভব সুন্দরভাবে করেছেন। আমার কাছে আপনার প্রথম ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।
ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার অনেক ভালো লাগে ।কেননা ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিসের সঙ্গে পরিচিত হওয়া যায়। কুয়াশা ঘেরা নৌকার ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো।
আপনার আজকের ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে।আপনি বেশ দারুন করে আজকের ফটোগ্রাফির বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে আজকের প্রতিটি ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন ফটোগ্রাফিতে এবং সূর্যাস্তের ফটোগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে।অনেক সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটো্গ্রাফি শেয়ার করার জন্য।
কুয়াশাচ্ছন্ন সকাল টা বেশ দারুণ লাগছে। চমৎকার করেছেন ফটোগ্রাফি টা ভাই। মাছ ধরার দৃশ্য টাও সুন্দর। চাঁদটা পুরোপুরি ভাবে ফ্রেমে আনতে পারেননি। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
বাহ খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো। চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। কুয়াশার ফটোগ্রাফি গুলো এমনিতে চমৎকার হয়। তবে ব্রিজ থেকে জেলে মাছ ধরার ফটোগ্রাফিটি করেছেন আমার কাছে বেশ ভালো লাগলো। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।