আমার SuperWalk এর চতুর্থ সপ্তাহ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। হাঁটাচলা করাটা আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয় আর এজন্য আমি প্রতিনিয়ত হাঁটাচলা করে থাকি। কিন্তু গত কয়েকদিন যাবত স্কুলের কাজের কারণে হাঁটা চলার পরিমাণটা আমার অনেকটাই কমে গিয়েছে। যেহেতু স্কুলের কাজের জন্য আমাকে এই এক সপ্তাহ বেশিরভাগ সময় স্কুলে অবস্থান করতে হয়েছে আর এজন্য আমি ইচ্ছা থাকা সত্ত্বেও কোন জায়গায় ঘুরতে যেতে পারেনি এমনকি গ্রামের মধ্যে নিচে কোথাও যাবার মত সুযোগও পায়নি। আর যেটুকু সময় এবং সুযোগ পেয়েছি সেগুলোও হয়েছে মোটরসাইকেলে করে তাই অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহেতে আমার হাঁটাচলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে তা আপনারা নিজের এই স্ক্রিনশট গুলো যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন।
গত কয়েকদিন যাবৎ আমি চিন্তা করছি যে একটা Nft জুতা কিনে নেব কিন্তু স্টিম এর দাম কিছুটা কমে যাওয়ার কারণে সেটা এখন পর্যন্ত কিনতে পারিনি। কিন্তু আশা করি এই শুক্রবার পর্যন্ত আমি একটা জুতা কিনে নেব যেন আমার এই অ্যাপস ব্যবহার করাটা আরো সহজ এবং লাভজনক হয়ে যায়। আসলে এটা এমনই একটা অ্যাপস যেখানে আমরা শুধুমাত্র যে নিজেদের হাটা চাদর পরিমাণ দেখতে পাব তা কিন্তু নয় এই অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আমরা একই সাথে উপার্জন করতে পারি। এক কথায় এই অ্যাপস কে আমরা ১ এর মধ্যে দুই বলতে পারি কারণ এই অ্যাপস এর মাধ্যমে আমরা খুব সুন্দর ভাবে আমাদের প্রত্যেকদিনের হাঁটা চলার পরিমাণ যেমন দেখতে পারি ঠিক তেমনি ভাবে যে পরিমাণে হাঁটাচলা করছি সেই পরিমাণে উপার্জন করার মত সুযোগ রয়েছে।
আপনারা হয়তোবা অনেকেই ইতিমধ্যে জুতো ক্রয় করে ফেলেছেন আর সেগুলো ব্যবহার করে হাঁটাচলা করছেন। যদিও আমার ইচ্ছা রয়েছে কিন্তু এখন পর্যন্ত কিনতে পারিনি তাই নিজের কাছেই খুবই খারাপ লাগছে কিন্তু আশা করি আর খুব একটা বেশি সময় আমার অতিবাহিত করতে হবে না এই জুতো ফেরার জন্য। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সপ্তাহে আমি যে পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব সেটাতে অবশ্যই নতুন জুতো আপনাদেরকে দেখাতে সক্ষম হব।
আপনারা এই অ্যাপস কেমন ভাবে ব্যবহার করছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। একই সাথে আপনারা এটাও আমাকে জানাবেন যে কোন জুতোটা আপনারা ক্রয় করেছেন আর কোন যতটা ক্রয় করা আমার জন্য ভালো হবে। যদি আপনারা আমাকে দ্রুত ক্রয় করার ক্ষেত্রে কিছুটা পরামর্শ প্রদান করেন তাহলে সেটা আমার জন্য অনেক উপকারী হবে। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যাঁ ভাইয়া অনেকে জুতা ক্রয় করেছে। আপনি এখনো জুতা ক্রয় করতে পারেন নাই। চেষ্টা করলে সামনে ক্রয় করতে পারবেন। তবে আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে ভালোই হাঁটাহাঁটি করেছেন। পোস্টটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।