ওয়াও ভাইয়া আপনার রুম দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে। অবশ্যই এটা ঠিক বলেছেন ঢাকা শহরে বাসা পরিবর্তন করার মত ঝামেলা আর নেই। তবে অবশেষে স্বস্তির নাগাল পেয়েছেন এটাই বড় কথা। বাসাটি খুবই সুন্দরভাবে সাজিয়েছেন। মনেই হচ্ছে না এটা কোন ছেলের বাসা 🤗।কারণ ছেলের একটি অগোছালো হয়ে থাকে কিন্তু আপনি বেশ গোছালো দেখেই বোঝা যাচ্ছে।
অগোছালো পরিবেশ আমার একদমই পছন্দ না আপু।