তোমার বিরহে মম নিশিযাপন,
আলোক শিখা বিহীন প্রদীপ প্রজ্জ্বলন,
তোমা ছাড়া বানভাসি আমার জোসনা,
আজ ক্ষয়াটে, মলিন, কুশায়ায় ঢাকা ।
তোমার বিহনে আজ দখিনা হাওয়ায়,
প্রেমের নয়, ঝড়ের আর্তনাদ শোনায় ।
তোমার বিরহে নিশি জাগি
আমার প্রতীক্ষায় বারবার
আহত হৃদয় সাজিয়ে রাখি।
বিরহের যাতনায় প্রিয়
স্বপ্নরা আজ বানভাসি
স্মৃতিরা আজও পিছু ডাকে
হৃদয় ওঠে হাসি।
দক্ষিণের জানালায় খুঁজি প্রিয়,
শিউলি ফুলের মাতাল করা ঘ্রাণ
বিরহের যাতনায় প্রিয়,
আজো তোমায় খুঁজে আমার প্রাণ।