You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৮ )

in আমার বাংলা ব্লগ2 years ago

"তাকদীর" ওয়েব সিরিজটির অষ্টম পর্ব বা অন্তিম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। আমরা এর আগে বেশ কিছু পর্ব রিভিউ পড়েছি। শেষ পর্বের জন্য অপেক্ষায় ছিলাম। তাকদীর আর মন্টু ভীষণভাবে ফেঁসে গিয়েছিল। একদিকে পুলিশ তাদের খুঁজছিল অন্যদিকে চেয়ারম্যানের লোকজন তাদেরকে খুঁজছিল। আসলে তারা খুবই বিপদের মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত সবকিছুর সমাধান হলো। আর সাংবাদিক আফসানা যেহেতু মেমোরি কার্ড গিলে ফেলেনি তাইতো তার পেটে কিছুই পাওয়া যায়নি। তারা ভেবেছিল পেটের ভেতর মেমোরি কার্ড লুকানো আছে। তাই তো পেট কেটে ফেলা হয়েছে। কিন্তু শেষমেষ মেমোরি কার্ড পাওয়া গেল তার দাঁতের মাঝেই। যেহেতু সেই মেমোরি কার্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল তাই তো অবশেষে নিরপরাধ মানুষগুলো বেঁচে গেল। আর অপরাধীতা শাস্তির আওতায় এলো। আসলে ক্ষমতার দাপটে হয়তো অপরাধীরা সবকিছু ধামাচাপা দিতে চেয়েছিল। কিন্তু শেষমেষ সব কিছুই সামনে চলে এলো। দাদা আপনি অনেক সুন্দর করে শেষ পর্বের রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আবারো নতুন কোন ওয়েব সিরিজের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করবেন।