রোজা রেখে ক্লাস করলে সময়টা খুব দ্রুত কেটে যায়। যাই হোক পড়াশোনার পাশাপাশি রোজাটাও হয়ে যাচ্ছে আর কি। আখের রস যদিও খুব একটা খাওয়া হয়নি। তবে আখের রস দিয়ে তৈরি করা গুড় খেতে অনেক ভালো লাগে। আখের রস শরীরের জন্য সত্যি অনেক উপকারী। ইফতারিতে খেলে সত্যি ভালো হবে।