কবিতা অনেকটা ঘুম বা প্রেমের মত। নিজে থেকে ধরা না দিলে আপনি যতই চেষ্টা করুন কিছুতেই আয়ত্বে আনতে পারবেন না।
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া যদি মন থেকে কবিতা কিংবা গল্প লিখা না যায় তাহলে কখনোই সুন্দর ভাবে উপস্থাপন করা যায় না। আসলে নিজে থেকে যদি কবিতার ভাষাগুলো এসে ধরা না দেয় তাহলে কখনোই কবিতার লাইন তৈরি হয় না। কয়েকদিন আগে গল্প লিখতে গিয়ে আমার এমনটা হয়েছিল। কিছুতেই গল্প মেলাতে পারছিলাম না। যদিও এর আগে কখনো এমনটা হয়নি। আসলে কয়েকদিন ভীষণ মন খারাপ ছিল তাই তো কাজ করতে পারছিলাম না। যাই হোক ব্যর্থতা থেকেই হয়তো সফলতার পথ শুরু হয়। ব্যর্থতা জীবনে আছে বলেই সফলতার এত মূল্য। দারুন লিখেছেন ভাইয়া।
একটা কথা প্রচলিত আছে,কালি,কলম,মন লেখে তিনজন।এই তিনটির মাঝ কালি কলমে তো আর আমরা লিখছি না তাই ওরা বাদ।থাকে শুধু মন।এখন মন খারাপ থাকল লেখা আসবে কিভাবে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।