নাটক রিভিউ-মনের কথা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। নাটক দেখতে যেমন ভালো লাগে তেমনি রিভিউ শেয়ার করতে ভালো লাগে। আজকে আমি একটি নাটক রিভিউ শেয়ার করবো। আশা করছি সকলের ভালো লাগবে।
নাম | মনের কথা |
---|---|
পরিচালনা | মেহেদি হাসান জনি |
প্রযোজনা | জামাল উদ্দিন |
গল্প | সাইফুর রহমান কাজল |
অভিনয়ে | জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী ও আরো অনেকে |
দৈর্ঘ্য | ২৫ মিনিট |
মুক্তির তারিখ | ১৭ অক্টোবর ২০২৪ |
ধরন | ড্রামা |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
চরিত্রেঃ
- জিয়াউল ফারুক অপূর্ব (রাহাত)
- মেহজাবিন চৌধুরী (মোনা)
নাটকের শুরুতেই দেখতে পাই মোনা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে রাহাতের বাবার সাথে দেখা হয়ে যায়। এরপর দুজনের কথা হয়। এবার রাহাতের বাবা বলে রাহাত বারবার বিয়ে ভেঙে দিচ্ছে। সে কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না। তখন মোনা বলে এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এরপর বাসার গেটের কাছে গিয়ে দেখে রাহাত তার জন্য মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে। মোনা রিকশায় করে কলেজে যায় আর রাহাত তার পিছে পিছে কলেজে যায় এবং যতক্ষণ মোনা কলেজে থাকে ততক্ষণ রাহাত মোনার জন্য অপেক্ষা করে।
রাহাত মোনার প্রতি খুবই কেয়ারিং থাকে। প্রত্যেকটা জায়গায় রাহাত মোনার জন্য অপেক্ষা করে। এমনকি মোনার পা মচকে যাওয়ার পর সে অনেক যত্ন সহকারে তাকে বাসায় নিয়ে আসে এবং ওষুধপত্র কিনে দেয়। রাহাতের এই কেয়ারিং গুলো মোনার ভালোই লাগে। সে বুঝতে পারে রাহাত তাকে পছন্দ করে। অন্যদিকে মোনার কোন ফ্রেন্ড যদি মোনার সাথে কথা বলে তাহলে রাহাত খুবই মন খারাপ করে এবং সব সময় চেষ্টা করে মোনাকে সবার থেকে দূরে রাখার। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রাহাত মোনাকে নিয়ে কলেজে যায় এবং কলেজ থেকে আবার বাসায় নিয়ে আসে। এরপর মোনার এক ফ্রেন্ড মোনাকে ফুল উপহার দেয়। এটা দেখে রাহাদের খুবই খারাপ লাগে। এবার মোনা বলে আসলে সে নিজেই তাকে ফুল কিনে আনতে বলেছিল। কারণ সে রাহাতকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিল।
মোনা রাহাতকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর রাহাতের রাগ ভেঙে যায়। এরপর হঠাৎ একদিন সকালবেলায় মোনার ভাই বিদেশ থেকে চলে আসে। আর এসে সবাইকে সারপ্রাইজ দেয়। মোনার ভাই রাহাতকে বলে সে মোনার বিয়ে ঠিক করেছে। ছেলেটি অনেক ভালো। এই কথা শুনে রাহাতের খুবই খারাপ লাগে। অন্যদিকে মোনা যখন বিষয়টা জানতে পারে তখন সেও অনেক ভেঙে পড়ে এবং কান্নাকাটি করে। কারণ সে রাহাতকে অনেক ভালোবেসে ফেলেছে। মোনার রাহাতের সাথে দেখা করে আর তার ভালোবাসার কথা বলে। কিন্তু রাহাত তেমন গুরুত্ব দেয় না। রাহাত নিজের ভালোবাসা প্রকাশ করতে চায় না। তাই সে মোনাকে কোন উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়।
মনা শাড়ি পড়ে সুন্দর করে সেজে রাহাতের সামনে আসে। আর বলে সে তার জন্য সেজেছে। কিন্তু রাহাত নিজেকে শক্ত করে ধরে রাখে। সে কিছুতেই তার ভালোবাসা প্রকাশ করতে চায় না। আর মোনাকে বলে সে যেন বিয়েটা মেনে নেয় এবং সবার কথা মেনে নেয়। মোনা ভীষণভাবে ভেঙে পড়ে। মোনা বুঝতে পারছিল না কি করবে। এরপর বাধ্য হয়ে তার ভাইয়ের কাছে যায়। সেখানে গিয়ে সবকিছুই খুলে বলে। আর বলে রাহাত তাকে যেমন পছন্দ করে সেও রাহাতকে অনেক পছন্দ করে। সে তার ভাইকে অনুরোধ করে যাতে রাহাতের সাথে তার বিয়ে দেওয়া হয়। মোনার ভাই মোনাকে শান্ত করে আর বলে যা কিছু হবে ভালোই হবে।
এবার মোনার ভাই রাহাদের সাথে দেখা করে আর বলে মোনা তাকে সবকিছু বলেছে। কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয়। কারণ তাদের ফ্যামিলিতে কাজিনের সাথে বিয়ে মেনে নিতে পারবে না। বিগত সময়েও এরকম সমস্যা হয়েছিল। এক কাজিনের সাথে আরেক কাজিনের সম্পর্ক তারা কিছুতেই মানবে না। তখন রাহাত বলে আরে এসব কিছুই না। তুই কোন চিন্তা করিস না। মোনা রাজি হয়ে যাবে। রাহাত নিজেকে সামলে দেয়। নিজের ভেতরের কষ্টটাকে চাপা দিয়ে তার প্রিয় মানুষটিকে অন্যের হাতে তুলে দেয়। মোনার অন্য কারো সাথে বিয়ে হয়ে যায়। রাহাত নিজের মনের কষ্টগুলো প্রকাশ করতে পারে না। কারণ সে ফ্যামিলির বিরুদ্ধে কিছুই করতে পারবে না। অবশেষে হাত তার ভালোবাসাকে হারিয়ে ফেলে। আর তার ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যায়।
সব গল্পের আসলে হ্যাপি এন্ডিং হয় না। এই নাটকটিতেও তেমনটা হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো শেষে গিয়ে ভালো কিছুই হবে। কিন্তু পরিস্থিতি তাদের সম্পর্কটা অন্যদিকে নিয়ে যেতে বাধ্য করেছে। দুজন মানুষ ভালোবেসে তাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পারেনি। নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে নাটকটি দারুন ছিল। তবে হ্যাপি এন্ডিং হলে আসলে নাটক দেখার পর অনেকটা প্রশান্তি পাওয়া যায়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
নাটকের শেষে হ্যাপি এন্ডিং হলে যেমন ভালো লাগে তেমনি কিছু কিছু নাটক রয়েছে যাদের হ্যাপি এন্ডিং নেই তাও ভালো লাগে। আপনি আজ মেহেজেবিন ও অপূর্বর খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক দেখা হয়নি তবে যেহেতু দু'জনই আমার খুব পছন্দের তাহলে অবশ্যই নাটকটি সুন্দর হবে। অনেক দিন হয়েছে সময়ের অভাবে নাটক দেখা হয় না। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটকের রিভিউ তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
একদম ঠিক বলেছেন আপু নাটকের হ্যাপি এন্ডিং হলে নাটকটি ভালো লাগে। আর এই নাটকের ক্ষেত্রে একটু ভিন্ন রকমের হয়েছে।
https://x.com/Monira93732137/status/1861424800046231825?t=d7JPxhjs8eQ_XcS-x9X8MA&s=19
খুব ভালো লাগলো আপু আপনার শেয়ার করা নাটকটি দেখে। কারণ বাংলা নাটক খুব সুন্দর দেখতেও অনেক ভালো লাগে। এত সুন্দর একটি রুমান্টিক নাটক রিভিউ আপনি দেখে আমাদেরকে রিভিউ শেয়ার করলেন। নাটক রিভিউ দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো লাগার নাটকগুলোর রিভিউ শেয়ার করতে অনেক ভালো লাগে। তাই আমি চমৎকার এই নাটকের রিভিউ তুলে ধরেছি আপু।
মনের কথা নাটকটা আসলেই ভালো লাগার মত ছিল। খুব সুন্দর ভাবে আপনি নাটকটা রিভিউ করেছেন দেখে খুবই খুশি হলাম। বিশেষ করে অপূর্বর নাটকগুলো সব প্রেম অনুভূতির হয়ে থাকে তাই আমি বেশি পছন্দ করি।
নাটক টি সত্যিই অনেক ভালো লেগেছে। আর নাটকের গল্পটাও চমৎকার ছিল আপু। ধন্যবাদ আপনাকে।
মনের কথা নাটকটি আমি দেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। আর রিভিউ পড়ে যেন নাটকটি আরো ভালোভাবে বুঝতে পারলাম।
আপনি এই নাটকটি দেখেছেন জেনে ভালো লাগলো। নাটকটি সত্যি দারুন ছিল। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপু আপনি আজকে দারুণ একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। যদিও অপূর্বর নাটক দেখি না কিন্তু নাটকের রিভিউ গুলো পড়তে ভীষণ ভালো লাগে।আপনি সুন্দর ভাবে পুরো নাটকের গল্প আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
নাটক দেখতে অনেক ভালো লাগে। আর অপূর্ব এবং মেহজাবিন এর নাটকগুলো আরো বেশি ভালো লাগে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপু আজ আপনি মনের কথা নাটকটি খুব সুন্দর সাবলীল ভাষায় রিভিউ করেছেন। নাটক রিভিউ গুলো পড়তে বেশ ভালো লাগে। কত কম সময়ে সম্পূর্ণ নাটকের কাহিনী জেনে নেওয়া যায়। মেহজাবিন এবং অপূর্বর অভিনীত মনের কথা নাটকটি আমার দেখা হয়েছে। নাটকের প্রত্যেকটি কাহিনী আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুন্দর সাবলীল ভাষায় রিভিউ করার জন্য ধন্যবাদ আপনাকে।
দারুন এই নাটকের রিভিউ শেয়ার করতে অনেক ভালো লেগেছে। আর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।
অপূর্ব এবং মেহজাবিন আমার খুবই পছন্দের নায়ক নায়িকা। তাদের নাটকগুলো যতই দেখি আমার কাছে ততই খুব ভালো লাগে। খুবই সুন্দর ভাবে আপনি আজকের নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি যদি সময় পাই তাহলে নাটকটা সময় পেলে দেখার চেষ্টা করবো। ধন্যবাদ রিভিউটা শেয়ার করার জন্য।
অপূর্ব এবং মেহজাবিন সবারই অনেক পছন্দের। আর এদের নাটক গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি রিভিউ শেয়ার করতে ভালো লাগে।
অপূর্ব এবং মেহজাবিনের নাটক দেখতে বরাবরই আমার খুব ভালো লাগে। কারণ আমার কাছে এই জুটি একেবারে বেস্ট মনে হয়। যাইহোক এই নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লাগলো আপু। তবে এই নাটকে হ্যাপি এন্ডিং হলে আরও ভালো লাগতো। যাইহোক এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই নাটকটি সত্যিই দারুন ছিল। আর এই জুটির নাটকগুলো সবার কাছেই অনেক ভালো লাগে। তবে এটা ঠিক হ্যাপি এন্ডিং হলে আরো ভালো লাগতো।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের অসাধারণ নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালো লাগছে৷ একই সাথে এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷