রেসিপি-টক ঝাল মিষ্টি বড়াই আচার রেসিপি|

in আমার বাংলা ব্লগ15 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আচার খেতে সবাই পছন্দ করে। আর মাঝে মাঝে আচার তৈরি করার চেষ্টা করি। আজকে আমি খুবই মজার একটি আচারের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


টক ঝাল মিষ্টি বড়াই আচার রেসিপি:

IMG_20250206_171625.jpg
Device-OPPO-A15


টক ঝাল মিষ্টি বড়াই আচার আমার ভীষণ প্রিয়। আর এই সময় বড়াই খুব সহজেই পাওয়া যাচ্ছে। তাই তো ঝটপট কিছু আচার তৈরি করে ফেলেছি। টক ঝাল মিষ্টি স্বাদের বড়াই আচার খেতে অনেক মজা হয়েছিল। খুব সহজ পদ্ধতিতেই এই আচার তৈরি করা যায়। মিষ্টি ফ্লেভারের আচারগুলো খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার একটু টক বেশি করে দিয়ে আচার তৈরি করে থাকেন। তবে আমার কাছে আচার একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। আমিও খুব সহজভাবেই আচার তৈরি করার চেষ্টা করেছি। আর খেতেও দারুণ হয়েছিল। ঘরোয়া পদ্ধতিতে সহজেই এই আচার তৈরি করেছিলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আচার তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
বড়াই৫০০ গ্রাম
গুড়২৫০ গ্রাম
শুকনো মরিচপরিমান মত
পাঁচফোড়ন১ চামচ
লবণপরিমাণমতো
সরিষার তেল৫ চামচ

IMG20250206143042.jpg

IMG20250206143031.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20250206141208.jpg


আচার তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন মসলা প্রস্তুত করা। এজন্য আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি আর গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20250206154522.jpg

IMG20250206154753.jpg


এবার আচার তৈরি করার জন্য প্রথমে বড়াই গুলো আধা শুকনো করে নিয়েছিলাম। এজন্য প্রথমে আমি বড়াই গুলো হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি।


ধাপ-৩

IMG20250206154823.jpg

IMG20250206154838.jpg


বড়াইগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে এবার পানি ঝরিয়ে নিয়েছি। আর একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। এরপর ফোড়ন দিয়েছি।


ধাপ-৪

IMG20250206154902.jpg

IMG20250206154921.jpg


এখানে আমি পাঁচফোড়ন এবং মরিচ দিয়েছি। কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি আর সুন্দর ঘ্রাণ তৈরি হয়েছিল।


ধাপ-৫

IMG20250206154940.jpg

IMG20250206154955.jpg


এবার হালকা সিদ্ধ করে রাখা বড়াই গুলো এর মধ্যে দিয়েছি এবং নেড়েচেড়ে নিয়েছি।


ধাপ-৬

IMG20250206155014.jpg

IMG20250206155251.jpg


এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি আর নাড়াচাড়া করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20250206155305.jpg

IMG20250206155312.jpg


এবার কিছুক্ষণ পরে পরিমাণ অনুযায়ী গুড় দিয়েছি। এই আচারটি তৈরি করতে আমি গুড় ব্যবহার করেছি।


ধাপ-৮

IMG20250206155341.jpg

IMG20250206155540.jpg


এবার হালকাভাবে জাল দিয়েছি। আর একটু পরপর নাড়াচাড়া করে নিয়েছি। যাতে করে নিচের দিকে লেগে না যায়।


ধাপ-৯

IMG20250206155550.jpg

IMG20250206155604.jpg


এবার মসলার গুঁড়া গুলো দিয়েছি। আর সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20250206162503.jpg


এভাবে কিছুক্ষণ সময় রান্না করার পর মজার আচার তৈরি হয়েছে। আর সুন্দর কালার এসেছে। তখন আমি নামিয়ে নিয়েছি।


উপস্থাপনা:

IMG_20250206_172434.jpg
Device-OPPO-A15


টক ঝাল মিষ্টি বড়াই আচার খেতে খুবই ভালো লেগেছে। আমার তৈরি করা এই আচার সবার কাছেই ভালো লেগেছে। আর খুব সহজভাবেই আমি আচারটি তৈরি করেছি। আর সহজ পদ্ধতিতে এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 15 days ago 

বাসায় বড়ই এর আচার কখনো তৈরি করা হয়নি। অনেকদিন হলো বড়ই এর আচার ও খাওয়া হয়না। আপনি টক ঝাল মিষ্টি বড়ই এর আচার তৈরি করেছেন আপু। রেসিপির ছবিগুলো দেখে জিভে জল চলে এসেছে। খুবই লোভনীয় লাগছে দেখতে। পুরো প্রসেসটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।

 15 days ago 

Screenshot_2025-02-07-13-16-55-97_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-07-13-35-29-33.jpg

Screenshot_2025-02-07-13-36-34-05.jpg

Screenshot_2025-02-07-13-17-29-09_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 15 days ago 

আপনি দেখছি পাকা বরুয়ের অনেক সুন্দর ভাবে আচার বানিয়েছেন। যেটি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে খেতে ধন্যবাদ।

 13 days ago 

পাকা বড়াই দিয়ে আচার তৈরি করতে আমার বেশ ভালো লেগেছে আপু। খেতে খুবই ভালো হয়েছিল।

 15 days ago 

বড়াই আচার আমার খুবই প্রিয় একটি আচার। অনেকদিন আগে এই আচার খেয়েছিলাম। আপনার আচারের রেসিপি দেখে জিভে জল চলে আসলো।টক ঝাল মিষ্টি বড়াই আচারের রেসিপি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করেছেন আপনি। দেখে অনেক বেশি ভালো লাগলো। দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। খেতে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আচারের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 13 days ago 

আপু আপনি অনেক দিন আগে এই আচার খেয়েছেন জেনে ভালো লাগলো। এই আচারগুলো খেতে খুবই ভালো লাগে। আর অনেক সহজেই বানানো যায়।

 15 days ago 

বড়ই আমাদের এদিকে এখনো পাকেনি।আর আপনি দেখছি মজার আচার বানিয়েছেন।আসলে বড়ই এর আমার অনেক পছন্দ। আপনার আচার দেখে লোভ সামলানো মুশকিল। কালারটা দারুণ এসেছে। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 13 days ago 

কয়েকদিন আগে কিছু পাকা বড়াই কিনেছিলাম আপু। সেগুলো দিয়ে আচার বানিয়েছি। আর খুবই ভালো হয়েছিল খেতে।

 15 days ago 

টক ঝাল মিষ্টির বেশ লোভনীয় বড়ই আচার রেসিপি তৈরি করেছেন আপু। দেখতে অনেক লোভনীয় লাগছে বড়ই আচার রেসিপি। বড়ই আচার আমার অনেক পছন্দের একটি খাবার। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। মজাদার এই বড়ই আচার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 13 days ago 

টক ঝাল মিষ্টি আচার খেতে অনেক ভালো লাগে। রেসিপি তৈরির পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছি আপু।

 15 days ago 

এই টক-ঝাল-মিষ্টি আচার টা আমারো বেশ পছন্দের আপু। গুড় ব্যবহার করে তৈরি করেছেন বলে কালারটাও ভীষণ দারুণ এসেছে। আমার তো জিভে জল চলে এসেছে। আচার দেখে তো অবশ্যই, সাথে পাকা বরই গুলো দেখেও খেতে ইচ্ছে করছে। গ্রামে তো এভেইলএবল, তবে ঢাকায় এখনো সেভাবে চোখে পড়ে নি আমার।

 13 days ago 

গুড় দিয়ে আচার তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। এই আচার খেতে অনেক মজার হয়েছিল।

 15 days ago 

টক জাতীয় জিনিস গুলো আমার খুবই পছন্দের। ছোট বেলা থেকেই আমি টক খেতে পছন্দ করি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে টক ঝাল মিষ্টি বড়াই আচার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা বড়াই এর আচার রেসিপি টি দেখে জিহ্বায় জল চলে এসেছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেসিপি টি তৈরি করেছেন।

 15 days ago 

এই ধরনের আচার গুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুবই মজাদার ভাবে এই আচারটা তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি খেতে দারুণ লেগেছে। কেন যে এত মজাদার আচারের রেসিপি শেয়ার করলেন। আমার তো জিভে জল চলে আসলো দেখে। আমার জন্য কিছু আচার পার্সেল করে পাঠিয়ে দেন।