নতুন কিছুতে মনোনিবেশের চেষ্টা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
নতুন কিছুতে মনোনিবেশের চেষ্টা:
.jpg)
Source
কয়েকদিন থেকে শরীর মন কোনটাই ভালো নেই। কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। শরীর খারাপ থাকলে কোন কিছুতে মন বসানো যায় না। কালকে সারাদিন অনেক চিন্তা ভাবনা করলাম এরপর ভাবলাম পড়াশোনাটা আবার শুরু করি। আসলে অসুস্থতার মাঝে কখন যে নিজের অস্তিত্ব হারিয়ে গেছে বুঝতেই পারিনি। তাই ভাবলাম আবারো পুরোদমে পড়াশোনা শুরু করবো। এরপর খবর নিয়ে জানতে পারলাম জব প্রস্তুতি কোচিং সেন্টারে একটি নতুন ব্যাচ চালু হতে চলেছে। যেহেতু চাকরির পড়াশোনা করা খুবই দরকারি তাই খোঁজখবর নিয়ে নিলাম।
আজকে সকাল সকাল কোচিংয়ে চলে গিয়েছিলাম। সত্যি কথা বলতে যেহেতু দীর্ঘ সময় পড়াশোনার বাহিরে আছি তাই কেন জানি মনোযোগ বসতে পারছিলাম না। তুমুল বৃষ্টি হচ্ছিল এর মাঝেই চলে গেলাম কোচিং সেন্টারে।সেখানে গিয়ে দেখি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এরপর স্যারের সাথে কথা বলার পর বুঝতে পারলাম আমি আসলে অনেক পিছিয়ে গেছি। কেউ আসলে থেমে থাকে না। যে যার মত করে পড়াশোনা করে যায়। যারা গ্যাপ দিয়ে ফেলে তারাই শুধু পিছিয়ে যায়।
আজকে মূলত সেভাবে ক্লাস হয়নি। কিন্তু স্যারের লেকচার এবং স্যারের উপদেশমূলক কথাগুলো ভীষণ কাজে এসেছে। স্যার আমাদেরকে অনেক ভালোভাবে বিষয়গুলো বুঝিয়েছেন এবং বলেছেন আপনারা যদি পড়াশোনায় লেগে না থাকেন তাহলে কখনোই ভালো চাকরি পাওয়া সম্ভব নয়। আসলে চাকরি পেতে গেলে নিয়মিত পড়াশোনা করতে হবে আর পড়াশোনার মধ্যে থাকতে হবে। আমি আগে অনেক পড়াশুনা করতাম কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হওয়ার পর আর কিছুই ভালো লাগেনা। বাহিরে গেলেও অস্বস্তিকর লাগে।
এরপর যখন সব রাস্তা আসলে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে তখন ভাবলাম শেষবার চেষ্টা করে দেখি। আসলে চাকরি কপালে আছে কিনা সেটা শুধু সৃষ্টিকর্তাই জানেন। রিজিকের মালিক তিনি। তিনি আমাদের রিজিকে যা লিখে রেখেছেন তাই হবে। তবে চেষ্টা করলে অবশ্যই ভালো ফলাফল পাবো। তাই আবারও পুরোদমে পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করে যাচ্ছি। জানিনা কতটুকু পারবো। তবে আশা করছি এবার ভালোভাবেই এগিয়ে যাব।
হাজার বাঁধা বিপত্তি আর অসুস্থতার কথা মাথায় রেখে তবুও আমি নতুন উদ্যমে নতুনভাবে নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছি। জানিনা কতটুকু সফল হতে পারবো। তবে নতুন কিছুর প্রতি মনোনিবেশ করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মানসিক অবস্থা যদি আমরা ভালো করতে চাই তাহলে নতুন কিছু ট্রাই করা খুবই দরকারী। আমার ক্ষেত্রেও হয়তো নতুন কিছু করাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আর আমিও নিজের জায়গা থেকে চেষ্টা করবো নতুন কিছু করার। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই মনোবল ধরে রাখতে পারি আর এগিয়ে যেতে পারি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1936066170857390190?t=jk2tqnvifpqugE6DvpL9zg&s=19
ডেইলি টাস্ক প্রুভ:

https://x.com/Monira93732137/status/1936079783622066587?t=-5ooYgqNCrnooYI5BPkmvw&s=19
https://x.com/Monira93732137/status/1936080363518148848?t=NBlUTDM23lBCuMaymHGUdg&s=19
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু কখনো মনোবল হারাবেন না।আপু ধৈর্য্যশীল মানুষ সব সময় সফল হয়।আশাকরি আপনার সফলতা আসবেই।
দোয়া করবেন আপু আমি যেন আমার মনোবল ধরে রাখতে পারি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
বেশ ভালো করেছেন আপু কোচিং এ ভর্তি হয়ে। সবার নিজের জন্য কাজ করা খুবই জরুরি। এতে আত্মবিশ্বাস ফিরে আসে। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান সফলতা আসবেই। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।