প্রতিযোগিতা-ক্লে দিয়ে কাঁচের বোতল আর্ট|

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রতিযোগিতা মানেই অন্য রকমের আয়োজন। আর প্রতিযোগিতা মানেই নতুন কিছু করার চেষ্টা। যদিও শরীর খারাপ থাকার কারণে বেশ কিছুদিন ধরেই কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি না। তবে এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুটি এতটাই ভালো লেগেছে যে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতি নিয়ে ফেললাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাঁচের বোতলের উপর ক্লে দিয়ে কারুকার্য করতে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


ক্লে দিয়ে কাঁচের বোতল আর্ট:

IMG_20250527_181333.jpg
Device-OPPO-A15
IMG_20250526_143838.jpg
Device-OPPO-A15
IMG_20250526_145432.jpg
Device-OPPO-A15
IMG_20250526_164010.jpg
Device-OPPO-A15


প্রতিযোগিতার আয়োজন মানেই একটি উৎসবমুখর পরিবেশ। বেশ কিছুদিন থেকেই দেখছি প্রতিযোগীরা দারুন দারুন পোস্ট উপস্থাপন করে চলেছে। আসলে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার চেয়ে অংশগ্রহণ করার আনন্দটাই অনেক বেশি। তাইতো আমিও ক্লে দিয়ে বোতল আর্ট করে ফেলেছি। সাথে কিছু পাথর ব্যবহার করেছি যাতে করে ডেকোরেশন টা দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে আগে কখনো এভাবে কাঁচের বোতল ডেকোরেশন করা হয়নি। সত্যি কথা বলতে ক্লে দিয়ে বোতল আর্ট করতে অসাধারণ লেগেছে। যদিও কিছুটা সময় লেগেছে। আর এই ধরনের কাজগুলো অনেক সময় নিয়ে করতে হয়। আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে সূর্যমুখী ফুল তৈরি করার। সূর্যমুখী ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ফুল পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর সাথে কিছু পাথর ব্যবহার করেছি। যাতে করে পাথরের সৌন্দর্য আর সূর্যমুখী ফুলের সৌন্দর্য বোতলের ডেকোরেশন একেবারে বদলে দেয়। এই কাজটি করতে আমার অনেক সময় লেগেছে। তবে যখন পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে তখন মনের মাঝে প্রশান্তি কাজ করছিল। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। তবে এই বোতল আর্ট করার পর আমার কাছে ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি ক্লে দিয়ে বোতল আর্ট করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাঁচের বোতল।
২. ক্লে।
৩. রং।
৪. সুতা।
৫. আঠা।

IMG20250526114949.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250526115809.jpg
Device-OPPO-A15
IMG20250526115902.jpg
Device-OPPO-A15


ক্লে দিয়ে বোতল আর্ট করার জন্য প্রথমে বোতলটি সুন্দর করে রং করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-২

IMG20250526121845.jpg
Device-OPPO-A15
IMG20250526123155.jpg
Device-OPPO-A15


আসলে কাঁচের বোতলে রং করতে একটু সময় লাগে। এরপর রং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। যখন রং শুকিয়ে গেছে তখন নিচের দিকে ক্লে ব্যবহার করেছি। এবার নিচের দিকের ডেকোরেশন সুন্দর করার জন্য ছোট ছোট পাথর ক্লের উপর বসিয়ে দিয়েছি। আর সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20250526123450.jpg
Device-OPPO-A15
IMG20250526124136.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আরো কিছু পাথর বসিয়ে দিয়েছি। আর ক্লে দিয়ে সুন্দর করে আটকে নিয়েছি।


ধাপ-৪

IMG20250526125113.jpg
Device-OPPO-A15
IMG20250526125304.jpg
Device-OPPO-A15


এবার সূর্যমুখী ফুল তৈরি করার জন্য ক্লে নিয়েছি। আর সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20250526125419.jpg
Device-OPPO-A15
IMG20250526125540.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সূর্যমুখী ফুলের আকৃতি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG_20250527_181030.jpg
Device-OPPO-A15
IMG20250526130144.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে সূর্যমুখী ফুল তৈরি করেছি। আর মাঝের অংশে সুন্দর করার জন্য রঙের ব্যবহার করেছি।


ধাপ-৭

IMG20250526130311.jpg
Device-OPPO-A15
IMG20250526130435.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে বোতলের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আরও একটি ফুল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20250526131019.jpg
Device-OPPO-A15
IMG20250526131100.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সুন্দর করে ক্লে দিয়ে ফুল তৈরি করেছি আর বোতল আর্ট করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20250526131202.jpg
Device-OPPO-A15
IMG20250526131521.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু ফুল তৈরি করেছি আর সুন্দর করে নকশা করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১০

IMG20250526132017.jpg
Device-OPPO-A15
IMG20250526132518.jpg
Device-OPPO-A15


যেহেতু বিভিন্ন অংশে সূর্যমুখী ফুল আর্ট করবো তাই ক্লে দিয়ে ধীরে ধীরে সূর্যমুখী ফুল আর্ট করার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20250526132757.jpg
Device-OPPO-A15
IMG20250526133938.jpg
Device-OPPO-A15


বোতলটি সাজিয়ে তোলার জন্য এবং সুন্দর করার জন্য কোনাকুনিভাবে পাঁচটি ফুল আর্ট করেছি। ক্লে দিয়ে সূর্যমুখী ফুল আর্ট করতে খুবই ভালো লেগেছে।


ধাপ-১২

IMG20250526134227.jpg
Device-OPPO-A15
IMG20250526135022.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে সবুজ রঙের ক্লে নিয়েছি আর বিভিন্ন অংশে বসিয়ে দিয়েছি। ধীরে ধীরে পাতা তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-১৩

IMG20250526135025.jpg
Device-OPPO-A15
IMG20250526140056.jpg
Device-OPPO-A15


ক্লে দিয়ে সূর্যমুখী ফুলের ছোট ছোট পাতা অংকন করার চেষ্টা করেছি। হয়তো সূর্যমুখী ফুলের পাতাগুলো বড় হয়। তবে যেহেতু বোতলের ওপর ডেকোরেশন করছি তাই কিছুটা ছোট পাতা দিয়ে সাজিয়ে তুলেছি। এবার উপরের দিকে ডেকোরেশন করে নেওয়ার জন্য ক্লে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১৪

IMG20250526141032.jpg
Device-OPPO-A15
IMG20250526141447.jpg
Device-OPPO-A15


এরপর ছোট ছোট পাথর লাগিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-১৫

IMG20250526142207.jpg
Device-OPPO-A15
IMG_20250528_103359.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে বোতলের উপরের অংশে ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করেছি। আর সুতো দিয়ে বেঁধে দিয়েছি। যাতে করে দেখতে একটু ইউনিক লাগে।


শেষ ধাপ

IMG_20250528_103447.jpg
Device-OPPO-A15


এবার বিভিন্ন অংশে ছোট ছোট কাজগুলো করে নিয়েছি আর উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20250526_164206.jpg
Device-OPPO-A15
IMG_20250528_101137.jpg
Device-OPPO-A15


ক্লে দিয়ে বোতল আর্ট করার অভিজ্ঞতা একদমই নেই। প্রথমবার চেষ্টা করেছি। আসলে প্রথমবার কোন কাজ করতে গেলে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। প্রথমে তো বুঝতেই পারছিলাম না বোতলের উপর রঙ বসবে কিনা। এরপর দেখলাম ভালোভাবেই রং করা হয়ে গেছে। এরপর সুন্দর করে সূর্যমুখী ফুল তৈরি করেছি। ক্লে দিয়ে খুব একটা কাজ করা হয় না। তাই কিছুটা সময় লেগেছে। সূর্যমুখী ফুলগুলো দিয়ে যখন বোতলটি সাজিয়ে তুলেছি তখন দেখতে অনেক সুন্দর লাগছিল। হয়তো ফটোগ্রাফির চেয়ে বাস্তবে দেখতে বেশি সুন্দর লাগছিল। আশা করছি আমার উপস্থাপন করা বোতল আর্ট সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

বেশ কালারফুল হয়েছে আপনার বোতল আর্ট। দেখতে বেশ সুন্দর হয়েছে। মনেই হচ্ছে না প্রথমবার করেছেন। পাথর ব্যবহার করার কারনে দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

বোতল আর্ট আপনার কাছে কালারফুল লেগেছে জেনে ভালো লাগলো। পাথর দিয়ে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

1748409633491.png

 2 months ago 

ক্লে দিয়ে কাঁচের বোতল আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর লেগেছে যা আমার কাছে খুবই ভালো লাগলো

 2 months ago 

ক্লে দিয়ে বোতল আর্ট করতে আমার ভীষণ ভালো লেগেছে। আপনার কাছে ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।

 2 months ago 

ক্লে ব্যবহার করে কাছের বোতলের আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম কাজগুলো করতে সময় লাগলেও দেখতে বেশ ভালই লাগে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে কোন কিছু আর্ট করতে একটু সময় লাগে। তবুও চেষ্টা করেছি আপু। আর প্রতিটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করেছি।

 2 months ago 

সত্যি দেখতে অনেক বেশি ইউনিক হয়েছে। পাথর বসিয়ে ডিজাইনটি অনেক বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। আর তার সাথে সূর্যমুখী ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। ফুলের পাশে আবার অনেক সুন্দর করে পাতা তৈরি করেছেন। সব মিলিয়ে দেখতে চমৎকার হয়েছে।

 2 months ago 

বোতলের উপর করা ডিজাইনটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

দারুণ সৃজনশীলতা। আপনি অসাধারণ দক্ষতার সাথে বোতলটিকে একখণ্ড শিল্পকর্মে পরিণত করেছেন।খুব সুন্দর একটা কাজ হয়েছে আপু।সূর্যমুখী ফুল আর পাথরের ডেকোরেশন বোতলটিকে দারুণ ইউনিক করেছে। প্রথমবার করেও এত নিখুঁত কাজ সত্যিই প্রশংসার দাবিদার। শুভকামনা রইলো প্রতিযোগিতার জন্য।

 2 months ago 

নতুন নতুন শিল্পকর্ম উপস্থাপন করতে ভালো লাগে। জানিনা কেমন হয়েছে। তবে আপনার মন্তব্য পড়ে সত্যি অনেক ভালো লাগলো আপু।

 2 months ago 

আপু আপনি অনেক সুন্দর করে ক্লে দিয়ে কাচের বোতলে ডিজাইন করেছেন। এটি অনেক সুন্দর হয়েছে। আর তৈরি পদ্ধতি ও অনেক সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 months ago 

বোতলের ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। চেষ্টা করেছি নতুন কিছু করার।