ফটোগ্রাফি-কয়েকটি মজার মজার খাবারের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই যখনই সুন্দর কিছু দেখি তখনই ফটোগ্রাফি করি। যখন রেসিপি তৈরি করি আর রেসিপি পোস্ট করার জন্য ফটোগ্রাফি করি তখন অনেক ফটোগ্রাফি করা হয়ে যায়। আর সেখান থেকে ভালোলাগার কিছু ফটোগ্রাফি পরবর্তীতে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আজকেও আমার করা বিভিন্ন রেসিপির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


কয়েকটি মজার মজার খাবারের ফটোগ্রাফি:

IMG_20250812_154421.jpg
Device-OPPO-A15
Location


শুটকি মাছ দিয়ে আলু এবং কচুর ঘাটি রেসিপি কয়েকদিন আগে করেছিলাম। খেতে এতটাই টেস্ট হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে এই খাবারটি যখন তৈরি করেছিলাম আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লেগেছিল খেতে। আজকে যখন ফটোগ্রাফিটি দেখছিলাম তখন আবারও খেতে ইচ্ছে করছিল। আসলে পছন্দের খাবার গুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর ছবি তুলতে অনেক বেশি ভালো লাগে।


IMG_20250812_193907.jpg
Device-OPPO-A15
Location


আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি করলে খেতে দারুন লাগে। ছোট মাছ আমাদের সবারই অনেক পছন্দের খাবার। আর ছোট মাছের চচ্চড়ি খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি হলে আর কিছুই লাগে না। এই ছোট মাছগুলো খেতে যেমন ভালো লাগে তেমনি খুব সহজেই রান্না করা যায়। এই খাবারটি খেতে অসাধারণ হয়েছিল। তাইতো এই মজার খাবারের ফটোগ্রাফি সবার মাঝে শেয়ার করলাম। ইতোমধ্যে এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।


IMG_20250812_194300.jpg
Device-OPPO-A15
Location


মাছের ডিম আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগে। হালকা সবজি দিয়ে যদি মাছের ডিম যদি রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। হালকা একটু ভেজে নিয়ে এরপর যখন মাছের ডিম রান্না করেছিলাম তখন খেতে খুবই ভালো লেগেছিল। যখন আমি এই রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সুন্দর মন্তব্য পড়েও ভালো লেগেছিল। আজকে যখন ভাবলাম খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো তখন এই মজার খাবারের ফটোগ্রাফিটি শেয়ার করার প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম।


IMG_20250812_194418.jpg
Device-OPPO-A15
Location


শুটকি মাছ আমার প্রিয়। তাই বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি। মিষ্টি কুমড়ার ডাটা এবং কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করার পর খেতে অসাধারণ হয়েছিল। আমার তো ভীষণ পছন্দের এই খাবারটি। আর খুব ভালোভাবেই আমি এই খাবারটি খেয়েছিলাম। সত্যি কথা বলতে মিষ্টি কুমড়ার ডাটা যে কোন কিছু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই খাবারটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও খুবই মজার হয়েছিল।


IMG_20250812_194125.jpg
Device-OPPO-A15
Location


ডিম পটলের বড়া আমার তৈরি করা খুবই মজার একটি খাবার ছিল। রেসিপি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। সত্যি কথা বলতে এই খাবারের টেস্ট এখনো আমার মুখে লেগে রয়েছে। গরম ভাতের সাথে ডিম পটলের বরা খেতে দুর্দান্ত হয়েছিল। আমি এই খাবারটি প্রথমবার তৈরি করেছিলাম। খেতে অসাধারণ হয়েছিল। তাইতো এই মজার খাবারের ফটোগ্রাফিটি আপনাদের মাঝে তুলে ধরলাম।


মজার মজার সব রেসিপি তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি খাবারের ছবি তুলতেও ভালো লাগে। আশা করছি আমার শেয়ার করা মজার মজার সব খাবারের ছবিগুলো আপনাদের ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last month 

বেশ মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রতিটি খাবার এক কথায় অসাধারন। দেখেইতো লোভ লেগে গেলো। মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

👋 Hey @monira999,

Your post has been manually curated by @besticofinder 🎉

Thanks for sharing such nice content with the Steemit community. Keep it coming!

💬 Want to stay connected?
Join our Discord

@besticofinder

besticofinder footer
 last month 

সত্যি কথা বলতে আপু প্রত্যেকটি খাবারের ফটোগ্রাফি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। পরীক্ষা চলার কারণে প্রায় এক সপ্তাহ ধরে শুধু ডিম ভাজি আর ভাত খাচ্ছি।দু একদিন আলু ভর্তা খেয়েছি তার সাথে ডিম ভাজি। এখন আর এসব খেতে ভালো লাগছে না। খুব ইচ্ছে করছে ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খাই। আপনার এত সুন্দর সুন্দর রেসিপি ফটোগ্রাফি দেখে প্রচন্ড লোভ লেগে গেল। মলা মাছ আমার অনেক পছন্দ। রেসিপিটাও দারুন হয়েছে বলে মনে হচ্ছে। ফটোগ্রাফিতে তো চমৎকার লাগছে।

 last month 

এত মজার মজার খাবারের সুন্দর ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি লোভ লাগলো। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। অনেক ধন্যবাদ এগুলো মজার মজার খাবারের ফটোগ্রাফি আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

 last month 

মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল। প্রতিটি খাবারই খুব সুস্বাদু ও মজাদার ছিল রেসিপিগুলোর ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না আমার কাছেও খেতে বেশ ভালো লাগে। ডিম পটলের বড়া রেসিপিটিও লোভনীয় লাগছে। ধন্যবাদ এত মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

আপনি দেখছি মজার মজার খাবারের ফটোগ্রাফি করেছেন। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি খুব চমৎকার লাগলো। আর এ ধরনের খাবারের ফটোগ্রাফির দেখলে মন চাই খেতে। ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

আজকে আপনি দারুন কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। খাবারের ফটোগ্রাফি দেখলে কিন্তু বেশ ভালো লাগে। আর খাবারের ফটোগ্রাফির মধ্যে আলাদা একটা মজা থাকে। ভালো লাগলো আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে।