আর্ট-পাহাড়ি অঞ্চলের পেইন্টিং করার চেষ্টা||

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলেই পেইন্টিং করি। আর আজকে আমি পাহাড়ি অঞ্চলের একটি পেইন্টিং শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পাহাড়ি অঞ্চলের পেইন্টিং করার চেষ্টা:

IMG_20241126_104435.jpg
Device-OPPO-A15


কয়েকদিন থেকে শরীর খুব একটা ভালো না। তাই অনেক কাজ জমে গেছে। সকাল সকাল আজকে বসে পড়েছিলাম পেইন্টিং করার জন্য। আসলে সময়ের কাজ সময়ে না করলে সমস্যা বেড়ে যায়। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। একেবারে চাপের মুখে পড়ে গেছি। তবে কি আর করার। তাই ঝটপট একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করছি এই পাহাড়ি অঞ্চলের পেইন্টিং সবার ভালো লাগবে। আসলে রং তুলির মাধ্যমে কোন কিছু ফুটিয়ে তুলতে সত্যি অনেক ভালো লাগে। যদিও ভালো পেইন্টিং করতে পারি না। তবে মাঝে মাঝে নিজের ক্ষুদ্র প্রচেষ্টায় নতুন কিছু করার চেষ্টা করি এবং সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।

IMG20241126100218.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241126100334.jpg
Device-OPPO-A15
IMG20241126100348.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে কাগজ প্রস্তুত করেছি। এরপর নীল রং ব্যবহার করেছি। এরপর ধীরে ধীরে আরো কিছু অংশে রঙের ব্যবহার করেছি।


ধাপ-২

IMG20241126100456.jpg
Device-OPPO-A15
IMG20241126100652.jpg
Device-OPPO-A15


নীল এবং সাদা রঙের মিশ্রণে সম্পূর্ণ অংশ রং করে নিয়েছি।


ধাপ-৩

IMG20241126100841.jpg
Device-OPPO-A15
IMG20241126100949.jpg
Device-OPPO-A15


এবার কিছুটা অংশে কালো রঙের ব্যবহার করেছি। এরপর পাহাড়ের কিছু অংশ অংকন করেছি।


ধাপ-৪

IMG20241126101229.jpg
Device-OPPO-A15
IMG20241126101346.jpg
Device-OPPO-A15


পাহাড়ের উপর সাদা তুষার পরেছে এরকম চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর কিছু ছোট ছোট ডালপালা সাইট দিয়ে এঁকে নিয়েছি।


ধাপ-৫

IMG20241126101526.jpg
Device-OPPO-A15
IMG20241126101655.jpg
Device-OPPO-A15


উপরে এবং নিচের অংশে ছোট ছোট ডাল পালাগুলো এঁকে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে। এরপর রঙের ব্যবহার করেছি।


ধাপ-৬

IMG_20241126_103228.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে বিভিন্ন অংশে রংয়ের ব্যবহার করে আমার এই পেইন্টিং সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20241126_103158.jpg
Device-OPPO-A15


পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর যদি তুষার শুভ্র পাহাড়ি অঞ্চল হয় তাহলে সেই সৌন্দর্য আরো বেড়ে যায়। তাই ভাবলাম সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করি। হয়তো ভালো পেইন্টিং করতে পারি না। তবে মাঝে মাঝে রং তুলি নিয়ে বসে পরি পেইন্টিং করার জন্য। আশা করছি এই পেইন্টিং সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 months ago 

সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে এটার মধ্যে সবকিছুই এঁকেছেন আপনি। আমার কাছে সবকিছু দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট।

 3 months ago 

মাঝে মাঝে চেষ্টা করি নতুন কোন আর্ট করার। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনার হাতে আর্ট করা প্রতিটি পেইন্টিং অনেক বেশি সুন্দর। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পাহাড়ি অঞ্চলের পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো। আপনি ধারাবাহিক পুরো পেইন্টিং এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন , এটা দেখে বেশ ভালো লাগলো।

 3 months ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন। আর সুন্দর করে বর্ণনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 months ago 

দারুন পেইন্টিং করেছেন আপু দেখতে অসাধারণ সুন্দর লাগছে ভেতরে পাহাড়ি অঞ্চলের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগছে তার ওপর কালো ডাল পালাগুলো আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই মুগ্ধ হয়েছি।

 3 months ago 

পাহাড়ি অঞ্চলের সুন্দর পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করার চিত্রগুলো সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে। দূর থেকে পাহাড় দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে।

 3 months ago 

পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট শেয়ার করার।

 3 months ago 

IMG_20241126_135156.jpg

IMG_20241126_135216.jpg

IMG_20241126_135231.jpg

 3 months ago 

বরাবরের মতো আজকেও দারুণ একটি পেইন্টিং শেয়ার করেছেন আপু। পাহাড়ি অঞ্চল বাস্তবে দেখতেও কিন্তু এমনই লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হচ্ছে আপু। কালার কম্বিনেশনটাও অসাধারণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। টাইটেলে ভুল রয়েছে আপু। আশা করি ঠিক করে নিবেন।

 3 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আসলে খেয়াল করিনি। তাড়াহুড়াতে পোস্ট দেওয়া হয়েছিল। ঠিক করে দিয়েছি।

 3 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে পাহাড়ি অঞ্চলের পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনাদের হাতের কাজগুলো প্রতিনিয়ত দেখতে আমার কাছে বেশ দারুন লাগে আপু। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। পাহাড়ি অঞ্চলের দৃশ্য দেখে আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো।

 3 months ago 

আজকে আপনি অনেক সুন্দর একটা পাহাড়ি অঞ্চলের পেইন্টিং করেছেন, যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের পেইন্টিংগুলো করার জন্য অনেক ধৈর্য, সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর ভাবে পুরো দৃশ্যটা অঙ্কন করেছেন। এভাবে চেষ্টা করলে আরো ভালো পেইন্টিং করতে পারবেন পরবর্তীতে।

 3 months ago 

পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর এই আর্ট গুলো করতেও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

চমৎকার একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এত সুন্দর একটি আর্ট করতে দেখে খুবই ভালো লেগেছে আমার। অসাধারণ হয়েছে আপনার আর্টের কাজ।

 3 months ago 

আর্ট করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে সময় পেলে আর্ট করার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।