You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৫

in আমার বাংলা ব্লগ5 days ago

আকাশ জুড়ে চিকচিক আলো
ডাকছে মনকে ভেসে চলো
ওহে বাতাস, এমন ছুটোছুটি না
শুধু একটু ধীরে বহো।

চাঁদের আলো ঝলমল করছে,
সব স্বপ্ন ভেসে আসে কাছে।
হাওয়াকে বলো, দৌড়ো না এতো,
ধীরে ধীরে চলো যেখানেই যাও।