You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৮
আকাশ যেন খুলে দিলো তার অন্তরের দ্বার,
নেমে এলো শ্রাবণের নরম, শান্ত বাতাস আবার।
বিন্দু বিন্দু জল যেন ভালোবাসার ছোঁয়া,
ধরা জুড়ে ছড়িয়ে পড়ে এক স্বপ্নময় ধোঁয়া।
পাতার কোলে জল জমে বাজে বুনো সুর,
কান পাতলে শোনা যায় প্রকৃতির প্রেমের শুর ।
বৃষ্টির শব্দে মন খুঁজে পায় আশ্রয়,
চেনা গন্ধে ভেসে আসে হারিয়ে যাওয়া সেই মধুর সময়।
শ্রাবণ ছুঁয়ে যায় মন, নিঃশব্দে বলে কথা,
বৃষ্টি নামে হৃদয়ে, ভুলিয়ে দেয় সব ব্যথা।
পাতায় ঝরে সুর, নদী গায় কোনো গান,
ভেজা মাটির গন্ধে জেগে ওঠে ফেলে আসা প্রাণ।
আলোর মতো স্মৃতি ভেসে আসে নীরবতায়,
শ্রাবণ যেন লিখে যায় গল্প ভালোবাসায়।