ব্যস্ত নগরির ব্যস্ত সব মানুষ,
সকালেই শুরু হয় দৌড়।
পেটের দায়ে কতইনা ছোটা ছুটি,
তবুও মনে সুখের আশা রয়েছে আঁটি আঁটি।
আসলে আশা-ই মানুষকে বাঁচিয়ে রাখে। যাইহোক চমৎকার কিছু অণু কবিতা শেয়ার করেছেন ভাই। প্রতিটি অণু কবিতা এককথায় দুর্দান্ত হয়েছে। বিশেষ করে চতুর্থ অণু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।