You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৫২৬ || শৈশবে রমজানের মজার কোন ঘটনা।

in আমার বাংলা ব্লগ20 days ago

শৈশবে রমজানের মজার কোন ঘটনা।

প্রতিদিন সেহেরির সময় খাবার খেয়ে দুপুর ১টা পর্যন্ত উপোস থেকে অর্ধেক রোজা রাখতাম এবং পরের দিন আবারও একইভাবে অর্ধেক রোজা রাখতাম। এভাবে ২ দিনে ১ টা রোজা রাখতাম আর কি 😂😂। তখন রোজা রাখতে বেশ আরাম লাগতো। ফাঁকে ফাঁকে একটু পানিও পান করে নিতাম 🤣🤣। সেই দিনগুলো কোথায় যে হারিয়ে গেলো।

Sort:  
 20 days ago 

হা হা হা। জল জীবন। জানেন তো শরীরকে কষ্ট দিয়ে কিছু করতে নেই। তাই যখন যতটা পেরেছেন ততটাই করেছেন। কোন দোষ দেখছি না এতে। তবে যত বয়স বাড়বে তত ওই দিনগুলোই সোনার দিন মনে হবে।

 20 days ago 

সেই দিনগুলো খুব মিস করি আপু। সেই দিনগুলো সত্যিই মধুর ছিলো।