You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং-:যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।
আবার হেল্প নেয়ার পরও সবার আগেই নিজের টাস্কগুলো প্রেজেন্ট করার চেষ্টা করে। কিন্তু যাদের কাছ থেকে হেল্প নিয়ে তারা কাজটা সম্পূর্ণ করেছ সেই ক্রেডিট কাউকে দেয়না বরং নিজেই ক্রেডিট নিয়ে নেয়।
এই ধরনের মানুষ গুলোকে আমার খুবই বিরক্ত লাগে। কারণ তাদের মন-মানসিকতা একেবারেই জঘন্য। তাই এসব মানুষদেরকে হেল্প করতেও ইচ্ছে করে না। এককথায় বলতে গেলে খালি কলসি বাজে বেশি। কারণ তাদের ভিতরে তেমন কিছু না থাকা সত্ত্বেও তারা বেশি লাফালাফি করে। যাইহোক দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জ্বী ভাইয়া খালি কলসের আওয়াজটা একটু বেশিই হয়। কিন্তু এরা নিজেদেরকে অনেক কিছু মনে করে থাকে। এজন্যই তো এটা থেকে দূরে থাকা ভালো।