ছোটবেলায় দাঁত ব্যথার কারণে আমি যে কি পরিমাণে কান্না করেছিলাম, সেটা মনে পড়লে এখনও খারাপ লাগে। একদিন তো ফ্লোরে গড়াগড়ি করে সেই লেভেলের কান্না করেছিলাম হা হা হা। তারপর ডক্টরের কাছে যাওয়ার পর, ডক্টর আমার বারোটা বাজিয়ে দিয়েছিল। গাল অনেকটা ফুলে গিয়েছিল ব্যথায়। যাইহোক কি আর করবেন আপু, দাঁত ব্যথা হলে তো ডক্টরের কাছে যেতেই হবে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।