আসলে শপিং করতে সবাই কমবেশি পছন্দ করে। আর মেয়েদের তো শপিং করতে একটু বেশিই ভালো লাগে। যাইহোক হীরা আপুকে তিনটি থ্রি-পিস কিনে দিয়েছেন, জেনে খুব ভালো লাগলো। সেদিন আপনারা দু'জন তো তাহলে ভালোই শপিং করেছিলেন। তাহলে শায়ান কি সেদিন দর্শক ছিলো নাকি ভাই হা হা হা।
এবার শুধু সামনে শায়ানের শপিং হবে ভাই।