বরের বিয়ের শপিং না করলেও, বাসার সবার শপিং ঠিকই করতে হলো আপনাকে। আসলে সবার শপিং করাটা আসলেই বেশ ঝামেলার কাজ। সেটা আমি প্রতি বছর ঈদের সময় বেশ ভালোভাবে টের পাই। সবচেয়ে বড় সমস্যা হয় বাচ্চাদের জামা কাপড়ের সাইজ নিয়ে। যাইহোক নুয়াইরার শপিং যে করতে পেরেছেন, সেটাই তো অনেক হা হা হা। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তাহলে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।