RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৬
স্কুল লাইফ নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।
তখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি। তখন আমাদের ইংরেজি ক্লাস নিতেন হরিসাধন স্যার। উনার বয়স মোটামুটি ভালোই ছিলো তখন। উনি অনেক লম্বা ছিলেন,কিন্তু কানে কম শুনতেন। স্টুডেন্টরা যদি পড়া না পারতো,তাহলে বেত দিয়ে জোরে জোরে পিটাতেন। আমি মাঝখান দিয়ে ২/৩ দিন স্কুলে যাইনি। হঠাৎ যেদিন স্কুলে গেলাম,হরিসাধন স্যার সবাইকে "এ মুনলিট নাইট" প্যারাগ্রাফ জিজ্ঞেস করলেন। বেশিরভাগ স্টুডেন্ট পারেনি বলে,ইচ্ছেমতো মাইর খেলো তখন। যখন আমার কাছে আসলো,তখন আমি দাঁড়িয়ে বলা শুরু করলাম এ মুনলিট নাইট এটা,এ মুনলিট নাইট সেটা। মানে মুখে যা আসতেছে তাই বলতেছিলাম😂😂। তারপর কিছুক্ষণ পর বললাম স্যার শেষ হয়ে গিয়েছে। স্যার বললো হইছে, তবে তেমন ভালো হয়নি। আরও ভালো করে পড়িস🤣🤣। আমি তো আস্তে আস্তে বললাম এই যাত্রায় বেঁচে গিয়েছি। সেই কথা মনে পড়লে আমার এখনো হাসি পায়। এটা একদম সত্যি ঘটনা।
আমার বেলায় ও এমন ঘটেছে ভাই।হাহাহা
জি ভাই, এমন ঘটনা আমার জীবনে অনেক বার ঘটেছে। ভাগ্যক্রমে অনেক সময় মার খাওয়ার হাত থেকে বেঁচে যেতাম।