আসলে কাছের আত্নীয় স্বজনদের যেকোনো অনুষ্ঠানে যেতেই হয়। আর বিয়ের অনুষ্ঠানে তো অবশ্যই যেতে হয়। তবে বিয়ের অনুষ্ঠানে গেলে নতুন জামা কাপড় পড়তেই ভালো লাগে। যাইহোক বিয়ে উপলক্ষে নিজের জন্য শপিং না করলেও, নুয়াইরার জন্য তো শপিং করতেই হচ্ছে তাহলে হা হা হা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই যেতেই হয় নিয়মটা ব্রেক করা গেলে ভালো হতো।