You are viewing a single comment's thread from:

RE: খেলোয়ার জীবনে শৃংখলার কোন বিকল্প নেই!!

in আমার বাংলা ব্লগ5 months ago

ফুটবল মাঠের চেয়ে টিকটকে তাদের বেশি মনোযোগ। আর এই ব‍্যাপার গুলোতেই যখন কোচ পিটার বাটলার বাঁধা দিয়েছে তখনই তারা এই কোচের পদত‍্যাগ দাবি করে।

এজন্যই তো তাদের খেলার উন্নতি নেই। সামান্য সাউথ এশিয়ান ওমেন্স চ‍্যাম্পিয়নশীপ জিতেই তাদের এমন অহংকার। তারা কোচ পিটারের মতো এমন একজন কোচের পদত্যাগ চায়,ব্যাপারটা জেনে বেশ অবাক হলাম। আমার মতে তাদের ফুটবল খেলার দরকার নেই। বরং সারাদিন টিকটক করুক সেটাই ভালো হবে। কেমন দেশে যে আমরা বসবাস করি। স্টুডেন্টরা টিচারদেরকে সম্মান দেয় না,খেলোয়াড়েরা কোচদের সম্মান দেয় না। আজব দেশের আজব মানুষ আমরা। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।