আপনি তো দেখছি ভালোই রান্না করেন। আন্টিকে বলবেন এখন থেকে আপনি রান্না করবেন সবসময় হা হা হা। যাইহোক পাস্তার ছবি দেখেই বুঝতে পেরেছি খেতে ইয়াম্মি লেগেছিল। পাস্তা তো আমার ভীষণ পছন্দ। বিশেষ করে সন্ধ্যার নাস্তায় পাস্তা খেতে দারুণ লাগে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।