অর্থাৎ আমি উপর থেকে রশি ফেলেছিলাম।তো সেটাতে বেঁধেই খাবার গুলো উপরে টেনে নিয়েছিলাম, হাহাহা।
এই টেকনিকটা কিন্তু দারুণ ছিলো হা হা হা। আন্টির চোখ ফাঁকি দিয়ে খাবারগুলো রুমে তো ঢুকাতে পেরেছিলেন। যাইহোক মাঝেমধ্যে রাতের বেলা সত্যিই ভাত খেতে ইচ্ছে করে না। তবে রাতের বেলা কিন্তু এমন খাবার গুলো খেতে সত্যিই দারুণ লাগে। হোম পার্টি তাহলে দারুণ হয়েছে। তবে ফ্রিজে বাকি খাবার রেখে তো ঠিকই পরের দিন ধরা পড়ে গিয়েছেন হা হা হা। বেশ মজা পেলাম পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।