আসলেই এখনকার বেশিরভাগ মানুষ চোখ থাকতেও অন্ধ। তাইতো প্রতিটি সমাজে একের পর এক অন্যায় অপকর্ম ঘটেই চলেছে। এসবের প্রতিবাদ করার কেউ নেই। একজন মানুষ রাস্তায় বিপদে পড়লেও, আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই। সত্যিই মানবতা হারিয়ে গিয়েছে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।