অনেক প্রজেক্ট বাকি, অ্যাপস বানানো বাকি, সফটওয়্যার বানানো বাকি, প্রজেক্ট ফাইল রেডি করা বাকি, প্রজেক্ট স্লাইড রেডি করা বাকি,একটা কম্পাইলার রেডি করার কথা বলেছিলেন।
এতো কাজ বাকি রেখে আপনি বিশাল ঘুম দিলেন কিভাবে। আমি হলে তো টেনশনে ঘুমাতেই পারতাম না। যাইহোক সব কাজ তাড়াতাড়ি শেষ করে ল্যাব নামক প্যারা থেকে শীঘ্রই মুক্তি পাবেন, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।