এখনকার বেশিরভাগ স্টুডেন্টরা টিচারদের একেবারেই সম্মান করে না। বরং সুযোগ পেলে অসম্মান করতেও দ্বিধাবোধ করে না। তবে আমাদের সময় টিচারদেরকে সবাই সম্মান করতো। টিচারদের সাথে বেয়াদবি করার চিন্তাও কেউ করতো না। বরং টিচারদের দেখলে সবাই ভয় পেতো। যাইহোক সবার উচিত টিচারদের সম্মান করা। কারণ টিচাররা হচ্ছে আমাদের গুরুজন এবং আমাদের জীবন গড়ার কারিগর।