You are viewing a single comment's thread from:

RE: আবোল তাবোল জীবনের গল্প [ বোকামি ]

in আমার বাংলা ব্লগ12 days ago

ঘটনা কিন্তু এখানেই শেষ না, এরপর ভাত রান্নার পর পুনরায় সেগুলোর নির্যাস মানে ভাতের মার ফেলে দিচ্ছি, তাহলে বলুন তো আর বাকি থাকলো কি? শুধু চালের ছোবা, সেটা খেয়েই আমরা বিস্তর খুশি থাকছি, বোকামির সংজ্ঞা চেঞ্জ হওয়া উচিত।

একদম ঠিক বলেছেন ভাই। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এমনটা করে থাকে। আমাদের বাসায়ও আগে এমনটা করতো। কিন্তু আমি বলতে বলতে এখন নিয়ম পরিবর্তন করেছি। আমি বলেছি ভাত যাতে রাইস কুকারে রান্না করা হয়। এতে করে ভাতের মাড় ফেলতে পারে না আর হা হা হা। এখন অবশ্য সবারই অভ্যাস হয়ে গিয়েছে। যাইহোক আমরা আসলে নিজের অজান্তেই বোকার মতো কাজ করে ফেলি অনেক সময়। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 11 days ago 

আপনি দেখছি চালাকের দলে চলে গেছেন, রাইস কুকার আছে বাড়িতে কিন্তু গিন্নি সেটাতে রান্না করতে চায় না।

 11 days ago 

ভাবীকে বলবেন রাইস কুকারে ভাত রান্না না করলে, বাসায় আর খাওয়া দাওয়া করবোই না হা হা হা। তাহলে বাধ্য হয়ে রাইস কুকারে ভাত রান্না করবে।