You are viewing a single comment's thread from:

RE: একটি টি২০ সিরিজে একাধিক নজির সঞ্জু স্যামসনের!

in আমার বাংলা ব্লগ12 days ago

যদিও এর আগে একটি টি২০ ম্যাচ হয়ে গেছে এবং এটি দ্বিতীয়টা গতকাল হয়েছে।

দাদা এটা তো এই সিরিজের প্রথম ম্যাচ ছিলো এবং একটু আগে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হলো। যাইহোক প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনের ব্যাটিং দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। ১০ টা ছক্কা হাঁকিয়েছে এবং স্ট্রাইক রেট ছিলো ২০০ এর উপরে। তবে এটা ঠিক, এই ম্যাচে তাকে যদি ভারতীয় কোনো ব্যাটসম্যান সাপোর্ট দিতে পারতো,তাহলে ভারতের স্কোর মিনিমাম ২৩০/২৪০ হতো। যাইহোক সঞ্জু স্যামসন দ্বিতীয় ম্যাচে একটু আগে ০ রান করে আউট হয়ে গেলো। দেখা যাক এই ম্যাচের রেজাল্ট কি হয়। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Sort:  
 12 days ago (edited)

দাদা এটা তো এই সিরিজের প্রথম ম্যাচ ছিলো এবং একটু আগে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হলো।

আমি তো সঞ্জু স্যামসনের বিষয়ে লিখেছি আসলে। ও পরপর দুটি টি20 ম্যাচে সেঞ্চুরি করেছে। তাই এটা আগের একটা বাংলাদেশের সাথে আর একটা দক্ষিণ আফ্রিকার সাথে। এইজন্য দ্বিতীয় টি20 লিখেছি। ওখানে লেখাটা একটু ওভাবে লেখায় বুঝতে অসুবিধা হয়েছে।

 12 days ago 

ওহ্ আচ্ছা তাহলে ঠিক আছে দাদা। ভালো থাকবেন সবসময়।