RE: কাঁকড়া দিয়ে নোটে শাক ভাজি রেসিপি
বাহ্! দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন তো দাদা। নোটে শাক আমার কখনো খাওয়া হয়নি। এই শাক আসলেই মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় দেখা যায়। শুনেছি এই শাকের নাকি উপকারিতা অনেক। এই শাক নিয়মিত খেলে নাকি বিভিন্ন ধরনের অসুখ বিসুখের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই শাকের পুষ্টিগুণ আসলেই অনেক বেশি। যাইহোক যেকোনো শাকের সাথে চিংড়ি মাছ দিলে খেতে দারুণ লাগে। আমাদের বাসায় যেকোনো শাক রান্না করলে, সাথে চিংড়ি মাছ দেওয়া হয় বেশিরভাগ সময়। আপনি সাথে ছোট কাঁকড়া দিয়েছেন বলে,রেসিপিটা খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু লেগেছিল। ছোট কাঁকড়া ফ্রাই করে খেতে দারুণ লাগে। আমি অনেক খেয়েছি কাঁকড়া ফ্রাই। রেসিপির কালারটাও চমৎকার এসেছে দাদা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগবে। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবো। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।