You are viewing a single comment's thread from:

RE: এনএফটি (NFT) নিয়ে আপনার কিছু মতামত জানতে চাইছি

in আমার বাংলা ব্লগlast year

দাদা এনএফটি নিয়ে অ্যাপ ডেভেলপ করলে খুব ভালো হবে। কারণ এনএফটি বর্তমানে খুবই জনপ্রিয় এবং দিনদিন জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। দাদা আপনার সিদ্ধান্ত সবসময়ই সেরা। এনএফটি যেহেতু এক্সচেঞ্জ করা যায় না, তবে বাই/সেল করা যায়, তাহলে অনেকেই অ্যাপের মাধ্যমে এনএফটি খুব সহজেই বাই/সেল করতে পারবে।

Crypto Micro Lending System । NFT কে collateral হিসেবে রেখে crypto loan চালু করা ।

আমার মতে এটাই ভালো হবে দাদা। তাহলে অনেকেই প্রয়োজনে এনএফটি এর বিপরীতে লোন নিতে পারবে। অনেকটা ব্যাংকের মতো সিস্টেম। ব্যাংকে যেমন জামানত দিয়ে লোন নেওয়া যায়, ব্যাপারটা অনেকটা সেরকমই হবে। যাইহোক আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল দাদা।

Posted using SteemPro Mobile