অনলাইনে বেশ কিছু ওয়ালমেট দেখে গত মাসে নিউমার্কেটে গিয়ে খুঁজেছিলাম, কিন্তু একটাও খুঁজে পাইনি। আসলে অনলাইনে কিছু পছন্দ হলে সেটা অনলাইন থেকেই অর্ডার করলে ভালো হয়। যাইহোক আপনার আপুর পছন্দের কার্পেট না পেয়ে,অ্যাস কালারের একটি কার্পেট কিনেছেন এবং কার্পেটটি দেখতে কিন্তু আসলেই খুব সুন্দর। তাছাড়া অনলাইন থেকে অর্ডার করা এয়ারপডটাও দারুণ হয়েছে। সবমিলিয়ে পোস্টটি দেখে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।