আমি মনে করি সুখের অপর নাম হচ্ছে সন্তুষ্টি। যে বা যারা যতটুকু ইনকাম করে সেটা নিয়ে যদি সন্তুষ্ট হয়,তাহলেই সে সুখী মানুষ। তবে এটা ঠিক যে,আমরা সবাই উন্নতির চেষ্টা করে থাকি এবং এটা মোটেই খারাপ নয়। কিন্তু বর্তমান অবস্থান নিয়েও সন্তুষ্ট থাকা উচিত। আর সন্তুষ্ট হলে কিংবা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলে, আল্লাহ তায়ালা আমাদের উপর অনেক খুশি হয়ে থাকেন। ছোটবেলায় আমাকে একজন মুরুব্বি একটা কথা বলেছিলেন, সেই কথাটি আমার স্পষ্ট মনে আছে। উনি বলেছিলেন, সবসময় আমার চেয়ে যারা নিচের অবস্থানে থাকবে, তাদের দিকে তাকাতে। তাহলে মনের মধ্যে অটোমেটিক সন্তুষ্টি চলে আসবে। আর আমি সেটা সবসময়ই মেনে চলি। আমাকে এখনো অনেকে বলে,কোরিয়াতে যাওয়ার জন্য মানুষ পাগল,আর আমি কোরিয়াতে পরিবার নিয়ে সেটেল্ড না হয়ে কেনো চলে আসলাম। কোরিয়াতে এখন সবাই মাসে ২/৩ লাখ টাকা ইনকাম করে, কিন্তু আমি চলে আসলাম কেনো সেটাই বারবার জিজ্ঞেস করে। এটা কেউ দেখে না,সেখানে কতো পরিশ্রম করতে হয়। আসলে ১০ বছর সেখানে পরিশ্রম করার পর আমার আর ইচ্ছে হয়নি থাকার। মোটকথা আমার যতটুকু আছে, সেটা নিয়ে আমি সন্তুষ্ট বলেই চলে এসেছি। আর মানুষের চাহিদার কোনো শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত চাহিদা থাকবেই।