জেনারেল রাইটিং পোস্ট || প্রতিটি মানুষের উচিত সময়ের যথাযথ মূল্য দেওয়া
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,প্রতিটি মানুষের উচিত সময়ের যথাযথ মূল্য দেওয়া। আমি মনে করি সময় হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ টাকা দিয়ে সবকিছু কিনতে পারলেও,কখনোই সময় কেনা যায় না। তাই সময়ের যথাযথ ব্যবহার অবশ্যই করা উচিত। আসলে পৃথিবীতে যে বা যারা সময়ের যথাযথ ব্যবহার করতে পারে, তারাই কিন্তু দিনশেষে সফলতা অর্জন করতে সক্ষম হয়। কারণ তারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যায় এবং কখন কোন কাজটি করবে,সেই সময়টা ভাগ করে রাখে। অর্থাৎ তাদের সময় জ্ঞান খুব ভালো।
তাছাড়া এক ধরনের মানুষ আছে যারা সবসময় বড় বড় স্বপ্ন দেখে। কিন্তু কোনো কাজ করতে চায় না। অর্থাৎ তারা হচ্ছে অলস প্রকৃতির মানুষ। তারা চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বসে বসে এবং আড্ডা দিয়ে যে পরিমাণে সময় ব্যয় করে, সেই সময়টা তারা যদি কাজে লাগাতো,তাহলে হয়তোবা তারা তাদের অনেক স্বপ্ন পূরণ করতে সক্ষম হতো। আসলে স্বপ্ন শুধু দেখলেই হয় না, বরং স্বপ্ন পূরণ করার জন্য বুদ্ধি খাঁটিয়ে কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু অলস প্রকৃতির মানুষ গুলো সেটা জানলেও মানতে চায় না। আর তারা সময়ের মূল্য দেয় না বলেই তো অবশেষে তাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
আবার কিছু কিছু মানুষ আছে যারা সময়ের মূল্য দেয় ঠিকই, কিন্তু শুধুমাত্র অর্থ সম্পদ অর্জন করার জন্য। অর্থাৎ তারা শুধুমাত্র দুনিয়াবি কাজের জন্য সময় দেয় এবং ইহকাল নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু পরকালের জন্য তেমন কোনো কাজ করে না। প্রকৃতপক্ষে সেটাও আবার ঠিক না। কারণ আমাদের জীবনটা একেবারেই ছোট এবং পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ যেকোনো সময় পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হতে পারে। তখন তো অর্জিত ধন সম্পদ পৃথিবীতে রেখেই চিরবিদায় নিতে হবে। তাই পরকালের জন্য বেশি বেশি নেক আমল করা উচিত আমাদের। যাতে মৃত্যুর পরে আমরা শান্তিতে থাকতে পারি। আসলে এটা কিন্তু অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদেরকে, মৃত্যুর পরে আমাদের কাছ থেকে প্রতিটি জিনিসের হিসাব নেওয়া হবে।
তাই ইহকাল এবং পরকালের জন্য সময় ব্যয় করতে হবে আমাদেরকে এবং হেলাফেলায় কখনোই সময় নষ্ট করা যাবে না। তবে সবকিছুর মাঝেও আমাদের সবাইকে কিন্তু নিজের পরিবারের জন্য সময় বের করতে হবে। কারণ পরিবার আমাদের কাছ থেকে এটা আশা করে থাকে। তাই অতিরিক্ত ব্যস্ততার কারণে,পরিবারকে সময় দেওয়ার কথাটা ভুলে গেলে চলবে না। তাছাড়া সম্ভব হলে মাঝেমধ্যে নিজের জন্য সময় বের করা উচিত। অর্থাৎ একান্তে কিছু সময় কাটাতে পারলে, নিজের সাথে খুব ভালোভাবে বোঝাপড়া করা যায়। এতে করে মন মানসিকতা যেমন ফ্রেশ থাকে, তেমনি সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে সাহায্য করে। যাইহোক সবাই সময়ের যথাযথ মূল্য দিবেন, সেই কামনা করছি।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ২৮.২.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ:
X-promotion
সময় সত্যিই অমূল্য, এটি একবার হারালে ফেরানো যায় না। আপনি সময়ের যথাযথ ব্যবহারের গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরেছেন ভাই। সফলতা ও আত্মউন্নয়নের জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগানো জরুরি। পরিবার, কর্মজীবন ও আত্মশুদ্ধির মধ্যে ভারসাম্য রাখাই আমাদের প্রকৃত সাফল্যের চাবিকাঠি।
হ্যাঁ ভাই সময়কে অবশ্যই কাজে লাগাতে হবে আমাদেরকে। পোস্টটি পড়ে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমাদের বাস্তব জীবনে এমন কিছু মানুষ আছেন যারা আসলে সময়ের মূল্য দিতে জানে না। যেসব মানুষগুলো যথাসময়ে সময়ের মূল্য দিতে জানে তারা জীবনের সাকসেস হয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে শেয়ার করলেন ভালো লেগেছে পড়ে।
যারা আসলে সময়ের মূল্য দিতে জানে,তারাই দিনশেষে সফলতা অর্জন করতে সক্ষম হয়। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
আপনি ঠিক বলছেন ভাই আমাদের সবাইকে একদিন পরকালে যেতে হবে।আর আমরা দুনিয়ায় কত কিছুতে সময় নষ্ট করতেছ।আমাদের সবার উচিত সময় মতো সব কাজ করা এবং পরকালের জন্য আমল করা।যাইহোক আপনার পুরো পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
অবশ্যই সময়ের সদ্ব্যবহার করতে হবে আমাদেরকে। অর্থাৎ ইহকাল এবং পরকালের কথা ভেবেই কাজ করতে হবে। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সময় সবার জন্যই মূল্যবান। যে সময় সঠিক ব্যবহার করবে সে ভবিষ্যতে ভালো করবে। আজ যে সময়ের সদ্ব্যবহার করতে পারবেনা তার ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। ধন্যবাদ আপনাকে।
সময়ের সদ্ব্যবহার করতে পারলে ভবিষ্যৎ আসলেই খুব সুন্দর হয়। এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
সময় বেশ কঠিন জিনিস। যে সময়ের মূল্যায়ন করতে জানে না সে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে এবং সঠিকভাবে কাজে লাগাতে হবে। সুন্দরভাবে আপনি এই বিষয়ে পোস্ট উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো ভাই।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। জেনারেল রাইটিং পোস্টটি পড়ে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সময়ের সঠিক মূল্য দেওয়া আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ সব মানুষের। কারণ সময় কখনই কারো জন্য অপেক্ষা করে না। সময় সব সময় নিজের গতিতেই ছুটে চলে। সময়কে কাজে লাগিয়ে আমাদেরকেই এগিয়ে যেতে হবে। যারা সময়কে যথাযথ মূল্য দেয়, তারাই জীবনে সফলতা অর্জন করে। সময়ের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম।
নিঃসন্দেহে সময়ের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পৃথিবীতে সব থেকে মূল্যবান যদি কোন কিছু থেকে থাকে সেটা হচ্ছে সময়। সময়ের মূল্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবসময় উপলব্ধি করতে পারি না। কোথায় আছে সময়ের এক ফোঁটা অসময়ের দশ ফোঁটা। সময়ের কাজ সময়ে না করলে অসময়ে আর সেটা হয় না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই, সময়ের কাজ অবশ্যই সময়মতো করতে হয়। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।