"ক্লে দিয়ে তৈরি কিউট $PUSS 🐱 আমাদের স্বপ্নের প্রতীক"

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

1000026002.jpg

1000026055.jpg

1000025998.jpg

অবশেষে অনেক দিন পর ঢাকা শহরের ব্যস্ততা পেরিয়ে সিরাজগঞ্জের নিজ বাসায় ফিরলাম। এ এক অন্যরকম অনুভূতি, যেন নিজের শিকড়ে ফিরে আসা। আজ মন-মেজাজ এতটাই ফুরফুরে যে ভেবে দেখলাম, কিছু সৃজনশীল কাজ করা যাক। অনেক ভাবনার পর হঠাৎ পুসের কথা মনে পড়ে গেল। আমাদের সবার প্রিয় পুস কয়েন, যেটি নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। দীর্ঘদিন পুস নিয়ে কিছু শেয়ার না করার আক্ষেপ থেকেই এবার মনের ভাব প্রকাশ করতে চাইলাম একটু ভিন্নভাবে।

তাই সিদ্ধান্ত নিলাম, ক্লে দিয়ে পুসের একটি কারুকাজ তৈরি করব। হাতে ক্লে তুলে নিতেই যেন পুসের মিষ্টি চেহারাটা সামনে ভেসে উঠল। শুরু করলাম ক্লে দিয়ে পুস তৈরির কাজ। ধাপে ধাপে কীভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করলাম, সেই গল্পটাই আজ আপনাদের শেয়ার করব। আশা করছি, আমার এই প্রয়াস আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে, আর কথা না বাড়িয়ে, ক্লে দিয়ে পুস তৈরির যাত্রা শুরু করি।

প্রয়োজনীয় উপকরণ:-


20240912_124248.jpg

  • বিভিন্ন রঙের ক্লে

ধাপসমূহ:-


20240912_124413.jpg

  • প্রথমেই হলুদ রঙের ক্লে নিয়ে ছোট একটি বল তৈরি করলাম।

20240912_124500.jpg

  • এবার বলের মাঝখানে এক আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করলাম।
20240912_124659.jpg20240912_124750.jpg
  • এরপর সাদা রঙের ক্লে দিয়ে চ্যাপ্টা করে পাতা আকৃতির এই ছোট্ট জিনিস তৈরি করলাম।

20240912_124835.jpg

  • হলুদ রঙের বলের উপর সাদা রঙের এই জিনিসটি মাঝ বরাবর লাগিয়ে দিলাম।
20240912_125037.jpg20240912_125114.jpg
  • এরপর সাদা রোগ এবং একটু গোলাপি রঙের ক্লে দিয়ে ছোট্ট করে নাক তৈরি করে মুখের মাঝখানে লাগিয়ে দিলাম।
20240912_125213.jpg20240912_125404.jpg
  • এরপর ক্লে দিয়ে ছোট্ট একটি ঠোট তৈরি করলাম।এবং নাকের উপরে দুই পাশে দুইটি চোখের আকৃতি দেওয়া শুরু করলাম।
20240912_125511.jpg20240912_125625.jpg
  • পুসের চোখ তৈরির কাজ শেষ করলাম।
20240912_125740.jpg20240912_125837.jpg
  • এবার পুসেরর কান তৈরি করার পালা।

20240912_130219.jpg

  • হলুদ রোগের ক্লে দিয়ে দুটি কান তৈরি করে পুসের মাথার উপর লাগিয়ে দিলাম।
20240912_130553.jpg20240912_130746.jpg
  • এবার নিচের অংশ তৈরি করার পালা।হলুদ রঙের বল তৈরি করে তার মাঝ বরাবর সাদা রঙের ক্লে লাগালাম।

20240912_130825.jpg

  • এরপর পুসের মুখের অংশ এবং নিচের অংশ একসাথে সংযুক্ত করে দিলাম।

20240912_131022.jpg

  • পর পুসের পা তৈরি করার পালা।হলুদ রঙের ক্লে দিয়ে দুটি পা তৈরি করলাম।

20240912_131152.jpg

  • পা দুইটি লাগিয়ে দিলাম।

20240912_131450.jpg

  • এবার পুসের লেজ তৈরি করার পালা। হলুদ রঙের ক্লে দিয়ে রোল করে ছোট্ট একটি লেজ তৈরি করলাম।

20240912_131613.jpg

  • লেজটি এবার পুসের পিছনে লাগিয়ে দিলাম।

20240912_131808.jpg

  • অবশেষে এভাবেই দৃশ্যমান হয়ে গেল আমাদের সকলের প্রিয় কিউট পুস।

আউটপুট:-


1000025997.jpg

আজ আমি আপনাদের সাথে ক্লে দিয়ে তৈরি আমার প্রিয় কিউট পুসের কারুকাজটি শেয়ার করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ধাপ আমি খুব যত্ন নিয়ে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা পুরো প্রক্রিয়াটি সহজে বুঝতে পারেন। আশা করছি, এটি আপনাদের মন জয় করতে পেরেছে।পুস কয়েন আমাদের সবার জন্য একটি বিশেষ স্বপ্নের নাম। এটি কেবল একটি কয়েন নয়, বরং আমাদের প্রচেষ্টা, উদ্ভাবন, এবং অগ্রগতির প্রতীক। আমি সবসময় পুস কয়েনের পাশে ছিলাম, আছি, এবং ভবিষ্যতেও থাকব।

পুস কয়েনের এই যাত্রা আরও দীর্ঘ হোক, আরও সাফল্যমণ্ডিত হোক—এই কামনাই করি। আমাদের প্রিয় পুস কয়েন যেন বিশ্বের দরবারে সেরা স্থান দখল করে। আসুন আমরা সবাই একসঙ্গে এই স্বপ্ন পূরণের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাই।

1000025995.jpg

1000025996.jpg

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"ক্লে দিয়ে তৈরি কিউট পুস: আমাদের স্বপ্নের প্রতীক"
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 10 days ago 

ক্লে ব্যবহার করে আপনি এত সুন্দর এবং কিউট দেখতে পুশ তৈরি করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা এই পুশ দেখতে সত্যি খুবই দারুণ লাগছিল। এরকম দক্ষতা মূলক কাজ গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এটা তৈরি করার পর অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন।

 8 days ago 

আপনার মন্তব্যটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 days ago 
 10 days ago 

1000045277.jpg

 10 days ago 

জাস্ট ওয়াও ভাই আপনি অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে যত্ন সহকারে ক্লে দিয়ে তৈরি কিউট " $PUSS " আমাদের সবার স্বপ্নের প্রতীক তৈরি করে আমাদের মাঝে মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আপনার $PUSS এর কালার কম্বিনেশনটা ছিল অনেক সুন্দর দেখার মত। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর ক্লে দিয়ে $PUSS তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

 8 days ago 

এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 10 days ago 

ক্লে দিয়ে তৈরি পুশ দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। উপস্থাপন টা দারুন করেছেন। খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 8 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 10 days ago 

আমাদের স্বপ্নের প্রতীক পুসকে ক্লে দিয়ে তৈরি করতে দেখে ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে কাজটি সম্পন্ন করলেন।দেখতে খুবই সুন্দর লাগছে।ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 8 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 10 days ago 

আপনার তৈরি করা এই সুন্দর পুশ দেখতে ভালোই লাগছে। নিশ্চয়ই আপনি অনেক দক্ষতার সাথে এটা তৈরি করেছেন। দক্ষতা মূলক কাজগুলো দেখলে নিজেও অনেক বেশি উৎসাহিত হয়। এরকম কাজগুলোর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করলে অনেক বেশি ভালো লাগে। আপনার সৃজনশীলতা দেখে সত্যি ভালো লেগেছে।

 8 days ago 

আপনাট মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 10 days ago 

ও মাগো মা। কি সুন্দর করে পুষ তৈরি করেছে রে বাবা। দেখেই তো মাথা ঘুরে গেল। অনেক সুন্দর হয়েছে আপনার বানানো পুষটি। এক কথায় অসাধারন। আসলে ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতেও কিন্তু দারুন লাগে। ধন্যবাদ আপনার সুন্দর এই পোস্টটির জন্য।

 8 days ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 10 days ago 

অনেক সুন্দর ডায় পোস্ট তৈরি করেছেন ভাইয়া। আপনার এত সুন্দর ভাবে পুস তৈরি করতে দেখে অনেক ভালো লাগলো। এটা আমাদের সবার প্রিয় এবং ফেভারিট একটি কয়েন। তাই আমরা যে যার মত মনের অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করি এভাবেই।

 8 days ago 

জি আপু একদম ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

অনেক সুন্দর ডায় পোস্ট তৈরি করেছেন ভাইয়া। আপনার এতো সুন্দর করে পুশ তৈরি করা দেখে বেশ ভালো লাগলো। আপনার ডায় পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।