You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮১
কখনো সন্ধ্যার নিঃশব্দ আঁধারে
কখনো প্রভাতের রঙিন সুধায়,
দোল খায় মন বিষাদের স্রোতে
স্বপ্নের নীড়ে হারানোর ছায়া।
অচেনা পথের দিশেহারা ক্লান্তি
স্মৃতির পাতায় আঁকে এক ব্যথা,
তবু এ জীবন থেমে তো থাকে না
যুদ্ধের মঞ্চে জ্বলে আশার কথা।