আপনার বিয়ের দাওয়াত দেওয়ার আগেই আপনার নিমন্ত্রণ আমি গ্রহণ করেছিলাম।ইস্ আপনার বিয়ে যদি জাস্ট ঢাকায় হতো তাহলে দেখতেন একদিন আগেই আপনার বাসায় চলে আসতাম হাহাহা।যাইহোক আপনি নতুন জীবনে পা রাখতে চাচ্ছেন এটা খুবই আনন্দের একটি বিষয়।মনের গভীর থেকে আপনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।শান্তিময় এবং সুখীময় হোক আপনাদের পরবর্তী জীবন।অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।