একটা অপূর্ব অনুভূতির মেলবন্ধন ফুটে উঠেছে এই কবিতায়।ভালোলাগার এমন নিঃশর্ত প্রবাহ সত্যিই মনকে ছুঁয়ে দিল, ঠিক যেমন ভোরের আলো বা শরতের নীল আকাশ। শব্দের সুরে বোনা এই অনুভূতি যেন হৃদয়ে এক অনন্ত প্রশান্তি এনে দিল।অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।