You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৩

in আমার বাংলা ব্লগ23 days ago

শীতকালে ব্যাডমিন্টন খেলা নিয়ে একদিন দুই বন্ধু পরস্পরের সঙ্গে খেলছিল। হঠাৎ এক বন্ধু বলল, “আজকেই তো হাওয়া একটু কম, বলটা কেমন যেন শীতল হয়ে গেছে!” অন্য বন্ধু হাসতে হাসতে বলল, “তুমি কি মনে করছো, বলেরও শীত লাগে? আর একটু পর হয়তো বলও নিজের কোঁচ কেটে শীত থেকে পালাবে!” প্রথম বন্ধু মুচকি হাসতে হাসতে বলল, “আরে না, শীতকাল মানে একটু ঠাণ্ডা থাকতেই হবে, না জানি কবে বলটা আসবে, কাঁপতে কাঁপতে!” এরপর দুজনেই হাঁসতে হাঁসতে আবার খেলা শুরু করল, জানালার পাশে ঠাণ্ডা হাওয়া বয়ে যাচ্ছিল!