কবিতা আবৃত্তি:- "বেলা বোস" ||লেখক swagata21 দিদি||
আজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হলাম একটি কবিতা আবৃত্তি নিয়ে।এতদিন কবিতা লিখতে অনেক ভালো লাগতো।এখন আবার দেখছি কবিতা আবৃত্তি করতেও অনেক ভালো লাগে।কবিতা আবৃত্তির মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে।তাইতো আমি আবারো একটি কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের মাঝে আসলাম।আজকে আমি আমাদের সকলের প্রিয় @swagata21 দিদির লেখা একটি কবিতা যার নাম "বেলা বোস"। কবিতাটি আমি আবৃত্তি করার চেষ্টা করেছি।আমাদের ছোট দিদি অনেক সুন্দর কবিতা লেখেন।অনেক আগে থেকেই আমি দিদির কবিতা গুলো পড়ি।আজকে সাহস করে দিদির লেখা এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম।জানিনা কতটুকু ভালো ভাবে কবিতাটি আবৃত্তি করতে পেরেছি।তবে আমি আশাবাদী আপনাদের অনেক ভালো লাগবে।তো চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে কবিতা আবৃত্তি একবার শুনে আসি...
কবিতা : বেলা বোস
কবি : @swagata21 দিদি
কবিতা আবৃত্তি : @mohamad786
বেলা, তুমি কি পারতে না
আর একটু অপেক্ষায় থাকতে?
হয়তো ছুটে আসতাম,
হাতের মুঠোয় বৃষ্টিভেজা টিকিট নিয়ে,
একটা ট্রেন, একটা সময়—
সব তো বদলায়, আমরাও পারতাম।
তুমি কি সত্যিই ক্লান্ত হয়ে গেলে?
কতবার রাত জেগে হিসেব কষেছি,
কোন মাসের শেষে মাইনে বাড়বে,
কোন ভোরে গলির মোড়ে
তোমার অপেক্ষার জবাব দেবো—
জীবনের হিসেব সবসময় মেলে না, জানো তো?
তুমি চলে গেলে,
একটা দরজার কপাটের মতো বন্ধ হয়ে গেলে,
কিন্তু আমি?
আমি এখনো কেবল দাঁড়িয়ে আছি
কোনো এক ট্রাফিক সিগন্যালে,
যেখানে সবুজ বাতি জ্বললেও,
আমি তোমার দিকে হাঁটতে পারি না।
বেলা, তুমি কি সত্যিই পারতে না
আর একটু অপেক্ষায় থাকতে?
না হয় এই শহরটাকে দু’জনে মিলে
আরেকটু ভালোবেসে নিতাম…
কবিতা আবৃত্তি:-
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
বেলা বোস নামটি শুনলেই অঞ্জন দত্তের বিখ্যাত গানটির কথা মনে পড়ে। আর তারপরে আপনার কবিতাটি পড়লে সেই গানেরই যেন সংযোজন বলে মনে হয়। দারুন সুন্দরভাবে কবিতাটি লিখে আমাদের সঙ্গে শেয়ার করলেন।
ভাইয়া আপনি দেখতে একটু ভুল করেছেন,কবিতাটি swagata দিদির লেখা।সেই কবিতাটা আমি আবৃত্তি করেছি। আশা করছি সংশোধন করে নেবেন।
ধন্যবাদ আপনাকে।
0.00 SBD,
0.09 STEEM,
0.09 SP
কবিতাটা আসলেই ভীষণ সুন্দর। লাইনগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আর আপনিও চমৎকারভাবে পুরো কবিতাটা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দিদির লেখা কবিতাটি সেদিন আমি আবৃত্তি করেছিলাম।আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।আজ আপনার কন্ঠে কবিতা আবৃত্তিটি শুনে আরো বেশী ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুন্দর এই কবিতাটি আবৃত্তি করার জন্য।
অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতাটি অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাষায় কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
দিদির লেখা কবিতাটি আসলেই হৃদয়স্পর্শী।আমি যখন প্রথম পড়ে ছিলাম, তখনও খুব ভালো লেগেছিল, আর আপনার কণ্ঠে আবৃত্তি শুনে যেন আরও বেশি মুগ্ধ হলাম। আপনার আবৃত্তি সত্যিই চমৎকার, প্রতিটি শব্দের মধ্যে আবেগ এবং সৌন্দর্য ফুটে উঠেছে। কবিতার প্রতিটি লাইন গভীরতা এনে দিয়েছে। এমন সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই কবিতাটি স্বাগতা বৌদির পোস্টের মাধ্যমে পড়া হয়েছিল আমার। এই কবিতাটি আসলেই খুব সুন্দর। তাছাড়া আপনি দারুণভাবে এই কবিতাটি আবৃত্তি করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার আবৃত্তি শুনে। এতো চমৎকার একটি কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন মকবিতা এটি আমার কাছে দারুন লেগেছে। চমৎকার এই কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।