📝 স্বরচিত কবিতা:- ‘বর্ষার আগমন’

in আমার বাংলা ব্লগ21 hours ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

বাংলা প্রকৃতিতে বর্ষা মানেই এক অনন্য আবেগের ঋতু। আকাশে মেঘের ঘনঘটা, কখনো টুপটাপ বৃষ্টি, আবার কখনো ঝুম বৃষ্টির রিমঝিম শব্দ এসব আমাদের মনকে ভিজিয়ে দেয় এক অদ্ভুত ভালো লাগায়। গ্রামবাংলার মাঠ, খাল, বিল, নদ-নদী সব কিছুই যেন নতুন প্রাণ ফিরে পায়। জলমগ্ন মাঠে ধানক্ষেতের পাশে শিশুরা কাগজের নৌকা ভাসায়, আর প্রকৃতি সাজে এক অপার রূপে।এ বছরও বর্ষা তার আগমনী বার্তা নিয়ে এসেছে। প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। পুকুর, খাল, বিল ও নদীতে নতুন পানি আসছে। চারপাশ থৈ থৈ করছে জলে। মাঠের ধানগাছগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। প্রকৃতি সেজেছে স্নিগ্ধ সবুজে। এই দৃশ্য দেখে আমার মন ভরে গেছে। তাই এই বর্ষার মধুর আবহে আমি আমার অনুভূতি কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।

আজকের এই লেখায় আমি আমার হৃদয়ের কথা, প্রকৃতির সৌন্দর্য আর বর্ষার রঙিন গল্পকে মিশিয়ে লিখেছি একটি কবিতা। যার নাম দিয়েছি ‘বর্ষার আগমন’। আশা করছি, কবিতার প্রতিটি লাইন আপনাদের মন ছুঁয়ে যাবে।

1000084491.jpg

সোর্স

"বর্ষার আগমন"
মোঃ ফয়সাল আহমেদ

আকাশে ঘন মেঘ জড়ো হলো ধীরে ধীরে,
বৃষ্টি নামে স্নিগ্ধ বৃষ্টি, ভেজা মাটির গন্ধে।

বাতাস বয়ে আনে খুশির এক মধুর সুর,
জন্ম হয় প্রকৃতির নতুন রঙের ফুল।

ধানক্ষেতে নাচে বৃষ্টি, লতার শাখায় ঝঙ্কার,
ছোট্ট কিশোরদের হাসি ভেসে যায় বায়ুর ঢাকে।

ঝরনা ভেদে গর্জন করে নদীর জলধারা,
মেঘমালা ভেজায় গাছের পাতা, ঝরায় পুষ্পপারা।

পাখিরা গায় সুরে সুরে, ডাকে মধুর গান,
মাটির বুকে ফুটে ওঠে হাজারো নতুন প্রাণ।

রাস্তায় ছুটে বেড়ায় ছেলেরা পায়ে পায়ে,
ছাতার ছায়ায় লুকিয়ে ভিজে তারা সয়ে।

ঝকঝকে বজ্রপাত বাজে মেঘের কোলে,
বর্ষার ছন্দে প্রাণ ফোটে প্রকৃতির মাঝে।

সোনালী ধান গাছে হাসে, চাষির মুখে হাসি,
বর্ষার স্নিগ্ধ ছোঁয়ায় জাগে নতুন বাসি।

ঝরে পড়ে শিশির ফোঁটা, ছড়ায় আশার আলো,
বর্ষার প্রতিটি ফোঁটা মন ভরে দেয় ভালো।

তাই বর্ষা এসেছে সুখ-শান্তির সাথে,
জীবনের পথে নিয়ে এলো নতুন প্রানে।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemX

Sort:  
 21 hours ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 hours ago 

বর্ষা কালকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। বর্ষাকালের বৃষ্টি আমার ভীষণ পছন্দ তবে ভোগান্তি কম হয় না। বর্ষার বৃষ্টি আমার সব সময় শৈশবের কথা মনে করিয়ে দেয়। গ্রীষ্মকালের প্রখর রোদের পরে বর্ষার বৃষ্টি শান্তি যেন মানুষের প্রাণ ফিরিয়ে দেয়। বর্ষাকালের প্রতিটি মুহূর্ত শান্তিময়। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাই।