স্বরচিত কবিতা:- "পৃথিবীও আজ বদলে গেছে"
প্রতি সপ্তাহের মতোই আজও আমি আপনাদের জন্য একটি নতুন কবিতা নিয়ে এসেছি। কবিতা লেখা আমার কাছে এক অনন্য প্রশান্তির জায়গা, যেখানে মনের অনুভূতিগুলোকে সহজেই শব্দে বন্দি করা যায়। কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সমাজের পরিবর্তন,সবকিছুই কবিতার ভাষায় নতুন রূপ পায়।
আজকের কবিতার নাম "পৃথিবীও আজ বদলে গেছে"। সময়ের সঙ্গে পৃথিবী যেমন বদলায়, তেমনি বদলায় আমাদের চারপাশের মানুষ, প্রকৃতি ও অনুভূতি। এই পরিবর্তনেরই কিছু মুহূর্ত আমি শব্দে বুনে এনেছি। হয়তো এই কবিতার মাঝে আপনিও খুঁজে পাবেন নিজের অনুভূতির প্রতিচ্ছবি।আশা করি, কবিতাটি আপনাদের ভালো লাগবে।চলুন এবার কবিতাটি একবার পড়ে আসি...
পৃথিবীও আজ বদলে গেছে
মোঃ ফয়সাল আহমেদ
পৃথিবীও আজ বদলে গেছে, নেই সে রঙিন দিন,
নীল আকাশে ঘন কালো, হারিয়েছে সোনার ঋণ।
সবুজ মাঠে শিশুরা আসে না, নেই আর হাসির মেলা,
নদীর জলে স্রোত থেমেছে, কূলে বাজে ভাঙনের বেলা।
বটের ছায়ায় গল্প হয় না, বটগাছও আজ মলিন,
নির্জন পথে হাঁটে কেবল বিষাদমাখা ছলিন।
পাখিরা আজ গান গায় না, নীরব বনভূমি,
পাহাড় কাঁদে ডেকে শুধু, হাহাকারে ভুমি।
সাগর কূলেও ঢেউ নেই আর, নিস্তব্ধ নোনা জল,
শহর জুড়ে যান্ত্রিক শ্বাসে, বেদনার ধুলো জল।
মানুষ হাসে মুখোশ পরে, হৃদয় ভীষণ ক্লান্ত,
ভালোবাসার আকাশ এখন রঙহীন, একান্ত।
তবু আশার আলো জ্বলে, অন্তরে লুকিয়ে রয়,
ভালোবেসে বদলাবো আবার, পৃথিবী হাসবে রয়!
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Daily Tasks
Comment Link
https://x.com/mohamad786FA/status/1903818371944325546?t=qHRcwBvb9cnWNueVfNBduA&s=19
https://x.com/HTX_Molly/status/1903708591514853594?t=AncQXC1uAfltnyLBWO4ZOA&s=19
https://x.com/sunpumpmeme/status/1903735268240244905?t=LQUbB2uir-xezBO_2MQrdg&s=19
https://x.com/HTX_Global/status/1903728290810233289?t=s3ZbNNZYzylBzpUPTFIH3Q&s=19
Ss