স্বরচিত কবিতা:- "বিদায় নিলো মাহে রমজান"
আরো একটি রমজান আমাদের জীবন থেকে বিদায় নিলো। সিয়াম, ইবাদত, রহমত ও মাগফিরাতের এই মাসের শেষ প্রহর যেন এক অপার শূন্যতা নিয়ে হাজির হয়। জানিনা, আবারও এই পবিত্র মাস ফিরে আসবে কিনা আমাদের জীবনে, নাকি এটাই ছিল শেষ সুযোগ! এই ভাবনাগুলোই অন্তরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে,একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে রমজানের বিদায়ের বেদনা।
রমজানের শিক্ষাকে হৃদয়ে ধারণ করা, আত্মশুদ্ধির সেই তীব্র আকাঙ্ক্ষা ধরে রাখা, আর মহান আল্লাহর রহমতের ছায়ায় জীবন পরিচালনা করা,এটাই তো আমাদের চাওয়া। এই ভাবনাগুলোরই প্রকাশ ঘটেছে আমার কবিতায়। বিদায় মুহূর্তের এই আবেগ, এই ব্যাকুলতা, এই আত্মজিজ্ঞাসা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি কবিতার ভাষায়। কবিতার নাম দিয়েছি "বিদায় নিলো মাহে রমজান", যা রমজান মাসের সমাপ্তির অনুভূতিকে ধারণ করে।
আল্লাহ আমাদের সবাইকে আরও অনেক রমজান পাওয়ার তৌফিক দান করুন এবং রমজানের শিক্ষাগুলো আমাদের জীবনে স্থায়ী করে দিন—এই দোয়াই করি।
“বিদায় নিলো মাহে রমজান”
মোঃ ফয়সাল আহমেদ
বিদায় নিলো মাহে রমজান,
বিদায় নিল সেহেরি ইফতার,
বিদায় নিলো তারাবি—
নিভে গেলো রহমতের আলো,
বিলীন হলো নূরের ধারা।
হতেও পারে এ ছিলো শেষ,
জীবনের ক্ষণিক এক মৌসুম,
ফিরে আসবে কি আবার?
নাকি এ দরজাই রবে বন্ধ,
মাটির বুকে লুকিয়ে যাবো?
তবু আশা, তবু ব্যাকুলতা,
তবু হৃদয়ে এক সুর বাজে—
"রবের রহমত অশেষ,
সেই স্রোতে ধুয়ে নাও মন,
নেক আমলে ভরাও জীবন।"
এলো কি হৃদয়ে সে তপ্ত অনল?
সেহেরির রাতে অশ্রু ঝরাল,
কতটা নির্মল হলো হৃদয়?
এতদিনের তৃষ্ণার জল,
তওবার ধারায় ধুয়ে দিলো কি?
রহমতের মাসে যে দিলো ডাক,
তাকেই কি হৃদয়ে রাখলাম?
নাকি বিদায়ের পথ চেয়ে,
ফিরে চললাম পুরনো পথে—
ভুলে গেলাম সব নসিহত?
হায়! যদি এটাই হয় শেষ,
তবে বিদায়ের বুকে রবে না হাহাকার,
তওবার শিহরণ, প্রেমের কান্নায়,
জীবনের প্রতিটি শ্বাসে বয়ে যাবে,
রমজানের আলো হয়ে, চিরকাল...
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Daily Tasks
Comment Link:
https://x.com/mohamad786FA/status/1906236811384676662?t=UmXLoZo_mGwn72nVrMmIXA&s=19
https://x.com/mohamad786FA/status/1906337029824315890?t=bhuVDxSRcGBgpodajL_TQw&s=19
https://x.com/mohamad786FA/status/1906337796291510652?t=lowwr3luhza0UI9tEa9INQ&s=19
https://x.com/mohamad786FA/status/1906338156133368097?t=kislbJVDTseYfB3f-VNyYA&s=19
Ss.