রেনডম ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

20250115_104754.jpg

আজ আমি আপনাদের মাঝে আবারও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। ফটোগ্রাফি আমার জন্য শুধুমাত্র একটি শখ নয়, বরং এটি আমার জীবনের একটি বিশেষ অংশ। প্রতিনিয়ত আমি বিভিন্ন পরিবেশ, স্থান এবং মুহূর্তকে ক্যামেরায় বন্দী করার চেষ্টা করি। ফটোগ্রাফির মাধ্যমে আমি জীবনের সৌন্দর্য এবং তার অদৃশ্য দিকগুলো দেখতে পাই, যা সাধারণত চোখের সামনে থাকে না। আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু এলোমেলো ফটোগ্রাফি, যা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন স্থান থেকে তোলা হয়েছে। আশা করছি, আজকে শেয়ার করা ফটোগ্রাফি গুলা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক...

IMG-20241215-WA0012.jpg

এই ফটোগ্রাফিটি আমি কিছুদিন আগে তুলেছিলাম, যখন বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটিতে ঘুরতে গিয়েছিলাম। ইউনিভার্সিটির ছাদে গিয়ে এই ছবিটি ধারণ করি। আপনারা সবাই জানেন, বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি তার সৌন্দর্যের জন্য বেশ পরিচিত। মাঝে মাঝে আমি এখানে ঘুরতে আসি এবং শান্ত পরিবেশে সময় কাটাই।ইউনিভার্সিটির ছাদ থেকে পুরো বাড্ডা, রামপুরা, বনশ্রী, এবং আফতাবনগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। শহরের এই ব্যস্ত জীবনের মধ্যে দাঁড়িয়েও মনে হয় যেন পুরো ঢাকা শহরটাকে এক নজরে দেখে ফেললাম। এই অনুভূতি সত্যিই অসাধারণ এবং অন্যরকম। এই ছবিটি সেই মুহূর্তের এক টুকরো স্মৃতি, যা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

IMG-20241215-WA0010.jpg

Location
Device:Samsung A33 (5G)

20250112_162038.jpg

আপনারা জানেন, আমার সবচেয়ে প্রিয় ফটোগ্রাফির বিষয় কী? আমার সবচেয়ে ভালো লাগে পাতাবিহীন গাছের ফটোগ্রাফি করতে। বিশেষ করে যখন আকাশে সাদা মেঘের ভিড়ে নীল আকাশ থাকে, তখন পাতাবিহীন গাছের ডালপালা আর আকাশের এই অসাধারণ কম্বিনেশন দেখে মন ভরে যায়। আপনারা যে ফটোগ্রাফিটি এখন দেখছেন, এটি আমার গ্রামের বাড়িতে তোলা। নীল আকাশে ভাসমান সাদা মেঘ আর পাতাবিহীন গাছের ডালের এই অনন্য মিশ্রণ আমাকে মুগ্ধ করেছে। এই ফটোগ্রাফিটি শুধু একটি ছবি নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের গল্প বলে। আশা করছি, এই ছবিটি আপনাদের ভালো লাগবে।

20250112_162046.jpg

Location
Device:Samsung A33 (5G)

20250112_161946.jpg

আচ্ছা, গাছের পাতার ফাঁক দিয়ে নীল আকাশ দেখলে আপনাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। গাছের পাতার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালে যেন এক অন্য জগতে চলে যাওয়ার অনুভূতি হয়। মনে হয়, পৃথিবী আর আমি এক আলাদা জায়গায় আছি। সেই মুহূর্তে আকাশের দিকের অদৃশ্য সৌন্দর্যকে দেখার এক অদ্ভুত শান্তি এবং প্রশান্তি কাজ করে। আর এই অনুভূতিকে ক্যামেরায় ধারণ করা আমি বরাবরই পছন্দ করি। গাছের পাতার ফাঁক দিয়ে আকাশের দৃশ্য, এটি আমাকে নতুন উদ্দীপনা এবং এক আলাদা দৃষ্টি দেয়। এই মুহূর্তের ফটোগ্রাফি করতে আমি সত্যিই খুব ভালোবাসি।

20250112_161954.jpg

Location
Device:Samsung A33 (5G)

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"রেনডম ফটোগ্রাফি 📸"
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ - বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 2 months ago 

আপনার ধারণ করা চমৎকার এ রেনডম ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর ভাবে আপনি অনেক সুন্দর সুন্দর আকাশের চিত্র ধারণ করেছেন এবং তা তুলে ধরেছেন আমাদের মাঝে। এই জাতীয় পোস্টগুলো সবসময় আমার কাছে খুবই ভালো লাগে।

 2 months ago 
 2 months ago 

প্রত্যেকটি ছবি অনবদ্য তুলেছেন। লতা পাতা হীন গাছের ছবিগুলি সত্যি খুব সুন্দর আসে।। আর আপনি তার ফটোগ্রাফি ভীষণ সুন্দরভাবে গ্রহণ করেছেন। এছাড়াও সম্পূর্ণ ঢাকা শহরটি দেখতে খুব ভালো লাগছে। চারদিকে উঁচু উঁচু বাড়ি। এত সুন্দর সব ফটোগ্রাফি ব্লগের মাধ্যমে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ওয়াও আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।বিশেষ করে পাতাবিহীন গাছের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক দারুণ দারুণ ফটোগ্রাফি করেছেন ভাই। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। পাতাবিহীন গাছের ফটোগ্রাফি তার সাথে সাদা মেঘের ঢাকা আকাশ দেখতে খুব চমৎকার লাগছে। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর করেও বর্ণনা উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ভাইয়া আপনি চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফি সব সময়ই দারুন লাগে দেখতে।একই পোস্টে ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখা যায়।সুন্দর ক্যাপচার করেছেন প্রতিটি ফটোগ্রাফির।গাছের ফাঁকে আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে।সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 2 months ago 

মেঘের ফটোগ্রাফী গুলো খুবই চমৎকার হয়েছে ভাইয়া। এছাড়া ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো বেশ দারুন হয়েছে। প্রতিটি ফটোগ্ৰাফী আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

1000046471.jpg

 2 months ago 

আজকে আপনার ফটোগ্রাফি পোস্টের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে নীল আকাশে সাদা মেঘের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর ফটোগ্রাফির সাথে সাথে চমৎকার বর্ণনা উপস্থাপনের মাধ্যমে দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

ভাইয়া আপনি বেশ চমৎকার সব আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। নীল আকাশে সাদা মেঘ দেখতে খুব ভালো লাগে। প্রকৃতি সবসময়ই সুন্দর আর তার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব আকাশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।