কবিতা আবৃত্তি:- "নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায়"
এতদিন আপনাদের মাঝে বিভিন্ন কবিতা লিখে শেয়ার করেছি, কিন্তু আজকে আমি প্রথমবারের মতো একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। আমার জীবনে এটি একটি বিশেষ মুহূর্ত, কারণ এর আগে আমি কখনো কবিতা আবৃত্তি করে কাউকে শুনাইনি বা কোথাও শেয়ার করিনি। আজ, আমি আপনাদের সামনে কবিতাটি উপস্থাপন করতে যাচ্ছি, যা আমাদের সকলের প্রিয় @hafizullah ভাইয়ের লেখা একটি হৃদয়স্পর্শী কবিতা—নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায়। কবিতাটি আমাদের জীবনের অমীমাংসিত অংশগুলো এবং একাকীত্বের আবহ তুলে ধরে। যদিও প্রথমবার আবৃত্তি করতে গিয়ে কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে, তবুও আমি আশাবাদী যে আপনাদের ভালো লাগবে। আমি আত্মবিশ্বাসী, এই আবৃত্তি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হবে, এবং আশা করি আপনাদের হৃদয়ে ছাপ রেখে যাবে। চলুন, তাহলে শুরু করি— "নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায়।"
কবিতা : নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায়
কবি : হাফিজ উল্লাহ ভাই
কবিতা আবৃত্তি : @mohamad786
পূর্ণতার পিছনে ছুটতে ছুটতে
আটকে গেছি শূন্যতায় আমি,
সফলতার স্পর্শের আশায় আশায়
সম্পর্কগুলো ভেঙ্গেছি আমি।
নিঃসঙ্গতার আঘাতে আঘাতে
বিধ্বস্ত হয়ে গেছি আমি,
হৃদয়ের নিঃশব্দ কান্নায় কান্নায়
পরিশ্রান্ত হয়ে গেছি আমি।
বিমল সম্পর্কের মাঝেও থাকে,
সুখের সকল পূর্ণতা,
ব্যর্থতার আড়ালেও কভু থাকে
সার্থকতার যত ফর্মুলা।
আমি ছুঁতে চেয়েছিলাম উচ্চতা
হৃদয়ে কোমল আকাংখায়,
সম্পর্কের মায়া ছিন্ন করে
নিস্তব্ধ হয়েছি ভীষণ যন্ত্রনায়।
মুখোশের আড়ালে আড়ালে কান্নারা
নিঃসঙ্গ হয়েছে অপূর্ণতায়,
সম্পর্কের দেয়ালে দেয়ালে বিষণ্নতা
নিঃস্ব হয়েছে শূণ্যতায়।
কবিতা আবৃত্তি:-
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
ভাইয়া হাফিজুল্লাহ ভাইয়ার লেখা অসাধারণ কবিতাটি খুব চমৎকার করে আপনার মিষ্টি কন্ঠের মাধ্যমে আবৃতি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সব কিছু একটা আর্ট। এই কবিতা আবৃতিও একটা আর্ট। আপনার কন্ঠে কবিতা আবৃতি শুনে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনার সুরালু কন্ঠে আরও ভালো ভালো কবিতা আবৃতি আমরা শুনতে পাবো।
হাফিজুল্লাহ ভাইয়ের লেখা একটা সুন্দর কবিতা আপনি আজকে আবৃত্তি করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে পুরো আবৃত্তিটা। যতই শুনছিলাম ততই আমার কাছে ভালো লাগছিল। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন এটা বলতেই হচ্ছে।
হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করে উপস্থাপন করেছেন কবিতার লাইন গুলো যেমন সুন্দর সেই সাথে আপনিও খুবই সুন্দর ভাবে আবৃত্তি করেছেন আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাই কবিতাটি এতো সুন্দরভাবে আবৃত্তি করে শেয়ার করার জন্য। ভালো লেগেছে আমার কাছে।
অনেক আগে থেকেই আপনার লেখা কবিতা গুলো পড়ি।অনেক ভালো লাগে।আজকে একটু সাহস করে আবৃত্তি করলাম।আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম।পরবর্তীতে আবৃত্তি করার সাহস পেলাম।
অনেক দারুন ভাবে কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া। হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা আপনি অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন। কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর করে কবিতাটি আবৃতি করে শেয়ার করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে হাফিজ উল্লাহ ভাইয়ের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো। আপনি পুরো কবিতা টি একদম সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন।