হাসির কিছু মুহূর্ত…[১১]

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

জীবনে হাসি-ঠাট্টা কতটা দরকারি, তা তো আর বলে দিতে হবে না। মন খারাপের দিনে হুট করে কারো বলা একটা দুষ্টুমি, কিংবা চোখের সামনে ঘটে যাওয়া কোনো মজার কাণ্ড মুহূর্তেই আমাদের মন ভালো করে দেয়।তাই ভাবলাম, আগের সপ্তাহের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসি কিছু হাসির মুহূর্ত। মানে পুরাই দম ফাটানো কিছু কৌতুক।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক...


1000069218.png

সোর্স

প্রেমিক পোলাপাইন বনাম কাঁচা কলা 🍌😂

সিরাজগঞ্জের হাটশহরে নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। গ্রামের মোড়ের পাশে বসে থাকা কাঁচা কলা বিক্রেতা কল্লু চাচা অভিযোগ করলেন,
"এই প্রেমিক পোলাপাইনগুলা আইসা আমার দোকান থেইকা শুধু কলা নেয়, কিন্তু টাহা দেয় কয়জন?"

আসলে ব্যাপারটা এমন কল্লু চাচার দোকানের সামনের জায়গাটায় মোবাইল নেটওয়ার্ক একদম ঝাঁ-চকচকে! তো, গ্রামের প্রেমিক ছেলেরা এসে কল্লু চাচার দোকানের সামনে দাঁড়িয়ে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলে। কেউ কেউ কলা কিনে আবার সেই কলার খোসা মুখে লাগিয়ে ছবি তোলে, ক্যাপশন দেয়:
“তোমার জন্য কলাও খেতে ইচ্ছা করে না…”

একদিন কল্লু চাচা হঠাৎ ঘোষণা দিলেন,
"যারা প্রেম করে, তাদের জন্য কলার দাম ডাবল।"

সবাই হেসে গড়িয়ে পড়ে। কিন্তু এক যুবক, জামাল, সে সিরিয়াসলি রেগে গেল। জামাল সদ্য প্রেমে পড়েছে, তবে তার ফেসবুক স্ট্যাটাস এখনো “Single but Complicated”

জামাল বলল,
“চাচা, প্রেম করলে কলার দাম বেশি কেন?”

কল্লু চাচা ধোঁয়া ছেড়ে উত্তর দিলেন,
"কারণ প্রেমিকরা কলা খাওয়ার সময় কলা না, যেন কবিতা খায়! চেহারায় প্রেমে হাবুডুবু ভাব! আমি কলার দোকান চালাই, কবিতা ছাপার প্রেস না।"

পরদিন জামাল ঠিক করল কল্লু চাচাকে একটু মজা দেখাবে।

সে সোজা গিয়ে দোকানে দাঁড়িয়ে বলল,
“চাচা, এক হালি কলা দেন। আমি বিয়ে কইরা ফেলছি, প্রেম নাই।”

কল্লু চাচা বললেন,
“আবার প্রেম করলে ধরে ফেলব! আগাম ভ্যাট দিয়ে রাখো।”

এমন সময় এক বাচ্চা ছেলে এসে বলল,
“চাচা, একটা কলা দেন। আমি প্রেম করি না। পরীক্ষা দিছি, পাশ করলে প্রেম করব।”

কল্লু চাচা মাথা চুলকে বললেন,
“বাহ! এখন তো প্রেমের আগাম বুকিং শুরু হইছে!”

পরের সপ্তাহে দেখা গেল, কল্লু চাচা দোকানের পাশে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন
“প্রেমিকদের জন্য কলা ২০ টাকা, ব্রেকআপ হলে ১০ টাকা, একা থাকলে ফ্রি, কিন্তু শুধু খোসা!” 😆🍌

1000069217.png

সোর্স

আসলে জীবনটা অনেক ছোট। সবসময় সিরিয়াস হয়ে থাকা যায় না। মাঝেমধ্যে এমন হাসি-ঠাট্টা, পাগলামি দরকার। তাতে মনও ভালো থাকে, দিনটাও জমে যায়।তাই বলব - হাসুন, খুশি থাকুন। কারো খারাপ দিনটা একটুখানি ভালো করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemX

Sort:  
 5 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

@mohamad786, this is fantastic! Your "প্রেমিক পোলাপাইন বনাম কাঁচা কলা" story had me laughing out loud. The way you captured the local vibe and the humor in everyday situations is brilliant. কল্লু চাচা's dilemma with the প্রেম lovers and his hilarious solutions are pure gold! 😂🍌

I especially loved how you connected humor with the importance of keeping things light in life. It's a reminder we all need! Keep sharing these relatable and funny stories – they bring so much joy to the Steemit community. কিপ ইট আপ! 👍 Looking forward to more of your work!

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg