ক্লে দিয়ে নিজ হাতে তৈরি সুন্দর গোলাপ ফুল🌹

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

ক্লে দিয়ে তৈরি শিল্পকর্ম সবসময়ই মনকে বিমোহিত করে। রঙ-বেরঙের ক্লে দিয়ে তৈরি ছোট-বড় বিভিন্ন আকৃতির জিনিসপত্র দেখতে আমার বেশ ভালো লাগে। এই ভালো লাগা থেকেই মাঝে মাঝে নিজেও ক্লে ব্যবহার করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। শখের বসে শুরু করলেও এটি এখন আমার কাছে একধরনের মানসিক প্রশান্তি নিয়ে আসে।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার হাতের তৈরি একটি ক্লের গোলাপ ফুল। গোলাপ ফুলের মতো সুন্দর কিছু তৈরি করা সত্যিই এক আনন্দময় অভিজ্ঞতা। প্রথমে কিছু রঙিন ক্লে নিয়ে সেটাকে পাপড়ির মতো আকার দেই। ধাপে ধাপে প্রতিটি পাপড়ি সাজিয়ে সেটিকে একটি ফুলের আকৃতি দিই। এরপর পাতার জন্য সবুজ ক্লে ব্যবহার করি এবং পুরো ফুলটিকে একটি স্ট্যান্ডে স্থাপন করি।জানি না কতটা নিখুঁতভাবে এটি তৈরি করতে পেরেছি, তবে চেষ্টা করেছি নিজের মনের ভালোবাসা আর সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের মতামত জানালে আরও নতুন নতুন জিনিস তৈরি করতে অনুপ্রেরণা পাব।তো চলুন তাহলে ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি করার ধাপ গুলো উপস্থাপন করা যাক...


Picsart_24-11-26_13-34-05-071.jpg

প্রয়োজনীয় উপকরণ:-

20240928_151133.jpg

  • গোলাপি রঙের ক্লে
  • সবুজ রঙের ক্লে
ধাপসমূহ:-

20240928_151223.jpg

  • প্রথমে একটি গোলাপি রঙের ক্লে হাতের ভিতর নিয়ে ছোট্ট একটি বল তৈরি করলাম।
20240928_151241.jpg20240928_151413.jpg
  • এরপর বলটি দুই হাতের মাঝখানে নিয়ে চাপ দিয়ে বৃত্তাকৃতি করলাম।এভাবে মোট ছয়টি বৃত্তাকৃতি বল বানালাম।
20240928_151513.jpg20240928_151642.jpg
  • ছোট ছোট বৃত্তাকৃতির বল গুলো এবার হাতের আঙ্গুলের সাহায্যে পেঁচিয়ে পিছিয়ে গোলাপ ফুলের পাপড়ি বানালাম।
20240928_151822.jpg20240928_151836.jpg
  • সবগুলো পাপড়ি একত্রে সংযুক্ত করার পর গোলাপ ফুলের মূল অংশ তৈরি করা শেষ হলো।

20240928_152227.jpg

  • এবার দ্বিতীয় অংশের কাজ অর্থাৎ গোলাপ ফুলের পাতা তৈরি করা।পাতা তৈরি করার জন্য সবুজ রঙের ক্লে দিয়ে প্রথমে ছোট বল তৈরি করলাম।
20240928_152241.jpg20240928_152433.jpg
  • বলগুলো হাত দিয়ে চ্যাপ্টা বানিয়ে দুটি পাতা তৈরি করলাম।

20240928_152609.jpg

  • তৈরি করা পাতা এবার গোলাপ ফুলের সাথে সংযুক্ত করে দিলাম।

20240928_152920.jpg

  • আর এভাবেই গোলাপ ফুলের পিছন সাইটে দুইটি পাতা লাগিয়ে দেওয়ার পর প্রস্তুত হয়ে গেল ক্লে দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরির কাজ।
উপস্থাপন:-

Picsart_24-11-26_13-34-38-274.jpg

ক্লে দিয়ে তৈরি একটি সুন্দর গোলাপ ফুল আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি ভীষণ আনন্দিত। সৃজনশীল কাজ সবসময়ই আমাকে খুব টানে, আর ক্লে দিয়ে কাজ করা যেন এক ভিন্নধর্মী আনন্দ দেয়। সময় পেলেই আমি চেষ্টা করি বিভিন্ন আকর্ষণীয় জিনিস বানানোর, আর গোলাপ ফুল তৈরি করাটা ছিল সেই চেষ্টারই অংশ।আশা করি এই গোলাপ ফুলটি দেখে আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের মতামত জানালে আরও নতুন কিছু তৈরি করার অনুপ্রেরণা পাব। ধন্যবাদ আমার এই ছোট্ট প্রচেষ্টাকে সঙ্গ দেওয়ার জন্য।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"ক্লে দিয়ে নিজ হাতে তৈরি সুন্দর গোলাপ ফুল"
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানঢাকা-বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  
 4 days ago 

সত্যি কথা বলতে আপনার তৈরি করা এই গোলাপ ফুল দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো সত্যিকারের একটা গোলাপ ফুল। মনে করেছিলাম গাছে থাকা গোলাপের ফটোগ্রাফি করেছেন। তবে পরে বুঝতে পেরেছি আপনি নিজের হাতে ক্লে দিয়ে এই গোলাপ ফুলটা তৈরি করেছেন। গাছের মধ্যে ফুল থাকলে অনেক সুন্দর লাগে। খুব সুন্দর হয়েছে আপনার তৈরি করা গোলাপ ফুল।

 2 days ago 

সুন্দর একটা মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 days ago 
 4 days ago 

1000040123.jpg

 4 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি ভাই। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

বাহ্ ক্লে দিয়ে খুবই সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করছেন। প্রথমে দেখে মনে করছি সত্যি কারের গোলাপ ফুল। যাইহোক আপনার তৈরি করা ক্লে দিয়ে বানানো গোলাপ ফুল টি দারুণ হয়েছে।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 days ago 

ভাইয়া আপনার তৈরি করা গোলাপ ফুল খুবই সুন্দর হয়েছে। আর দেখতেও খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একদম গাছে ফোটা তাজা গোলাপ ফুল। চমৎকার হয়েছে ভাইয়া। অসাধারণ লেগেছে আমার কাছে।

 2 days ago 

আবার তৈরি গোলাপ ফুলটি আপনার ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

ভাই এটা যে কতটা সুন্দর লাগছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। ক্লে দিয়ে যে এত সুন্দর গোলাপ ফুল তৈরি করা যায় এটা আপনার পোস্ট না দেখলে বিশ্বাস যেতাম না। মানুষ চেষ্টার মাধ্যমে সব কিছু করে আর চেষ্টায় সফলতা হলে ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 days ago 

ক্লে দিয়ে তৈরি করা গোলাপ ফুলটি আপনার খুব ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

ক্লে দিয়ে নিজ হাতে তৈরি সুন্দর গোলাপ বানিয়েছেন। দারুণ সুন্দর হয়েছে আপনার ক্লে দিয়ে বানানো গোলাপটি।ধাপে ধাপে ক্লে দিয়ে গোলাপ বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 days ago 

আমিতো ফার্স্টে মনেই করেছিলাম যে একটি ফুল গাছে ফুল ফুটে রয়েছে। বেশি দারুণ গোলাপ ফুল তৈরি করেছেন আপনি। আপনার এত সুন্দর ফুল তৈরি করতে দেখে সত্যি মুগ্ধ হলাম।

 2 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।